৬৮ ভাগ মানুষ থাকবে শহরে? – DW – 20.05.2018
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬৮ ভাগ মানুষ থাকবে শহরে?

২০ মে ২০১৮

২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে শহরের জনসংখ্যা বাড়বে ২৫০ কোটি৷ এর এক তৃতীয়াংশই ভারত, চীন এবং নাইজেরিয়ায়৷ শহরের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিরবচ্ছিন্ন উন্নয়নের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে৷

https://p.dw.com/p/2xxXS
ছবি: Getty Images/AFP/Y. Tsuno

ক্রমশ শহরমুখী হচ্ছে মানুষ, বুধবার প্রকাশিত জাতিসংঘের সমীক্ষায় সেই সম্ভাবনার কথা উঠে এসেছে৷ সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ ২০৫০সালের মধ্যে বাস করবে শহরে৷

একুশ শতকের মধ্যভাগে বিশ্বের ৬৮ শতাংশ মানুষের শহরাঞ্চলের বাসিন্দা হয়ে ওঠার কারণ কী? মূলত জনসংখ্যার বৃদ্ধি ও গ্রাম থেকে সাধারণ মানুষের শহরে যাবার প্রবণতাই এর কারণ৷ জাতিসংঘের আর্থিক ও সমাজ বিষয়ক দপ্তর জানিয়েছে, শহরাঞ্চলে এখন বিশ্বের ৫৫ শতাংশ মানুষ বাস করে৷

সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে আরও ২৫০ কোটি মানুষ শহরে বসবাস শুরু করবে৷ তবে শহরাঞ্চলে জনঘনত্ব বৃদ্ধির এই প্রবণতা দেখা যাবে মূলত এশিয়া ও আফ্রিকায়৷ রিপোর্টে তিনটি দেশের কথা বলা হয়েছে– ভারত, চীন ও নাইজেরিয়া৷ বর্ধিত সংখ্যক শহরবাসীর মধ্যে ৩৫ শতাংশই হবে এই তিন দেশের৷ ভারতে শহরবাসীর সংখ্যা বাড়বে ৪১ কোটি ৬০ লক্ষ৷ চীনে ২৫ কোটি ৫০ লক্ষ ও নাইজেরিয়ায় ১৮ কোটি ৯০ লক্ষ৷

জাতিসংঘ বলছে, এই বাড়তি জনসংখ্যা নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে এসেছে৷ রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীতে যখন নগরায়নের প্রবণতা বাড়ছে, তখন উন্নয়নের সাফল্য নির্ভর করছে বর্ধিত জনসংখ্যার সদর্থক ব্যবহারের উপর, বিশেষত কম আয়ের ও মাঝারি নিম্ন আয়ের দেশগুলিতে৷

তবে জনসংখ্যা বৃদ্ধির সবটাই সমস্যার, এমনটা বলছে না জাতিসংঘ৷ তাদের বক্তব্য, সুষ্ঠুভাবে নগরোন্নয়ন করতে হবে, যাতে পরিবেশের ক্ষতিসহ অন্যান্য নেতিবাচক প্রভাব না পড়ে৷

মেগাসিটি

এখনকার হিসেব অনুযায়ী, এশিয়ার মোট জনসমষ্টির ৫০ শতাংশ ও আফ্রিকার ৪৩ শতাংশ শহরে বাস করে৷ এই দুই মহাদেশে বিশ্বের গ্রামীণ জনতার ৯০ শতাংশের বাস৷

নগরায়ন সবচেয়ে বেশি হয়েছে উত্তর অ্যামেরিকায়৷ ৮২ শতাংশ মানুষ সেখানে শহরে বাস করে৷ ল্যাটিন অ্যামেরিকা এবং ক্যারিবিয়ানে এই হারে ৮১ শতাংশ, ইউরোপে শহরবাসী ৭৪ শতাংশ ও ওশিয়ানিয়ায় ৬৮ শতাংশ৷

২০১৮ সালে প্রতি আট জন মানুষের মধ্যে একজন বাস করে ৩৩ টি মেগাসিটিতে৷ প্রতিটি মেগাসিটিতে জনসংখ্যা ১ কোটি করে৷ ২০৩০ সালের মধ্যে মেগাসিটির সংখ্যা  বেড়ে হবে ৪৩৷ এর অধিকাংশই উন্নয়নশীল দেশে৷