সিরিয়া সংকট – DW – 11.04.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

১১ এপ্রিল ২০১২

অস্ত্রবিরতির জন্য সিরিয়াকে জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ কিন্তু আজও হোমস সহ সিরিয়ার বিভিন্ন শহরে হামলা চলছে বলে অভিযোগ করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো৷

https://p.dw.com/p/14bRc
ছবি: Reuters

অস্ত্রবিরতির জন্য সিরিয়াকে জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ কিন্তু আজও হোমস সহ সিরিয়ার বিভিন্ন শহরে হামলা চলছে বলে অভিযোগ করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো৷

সেনাবাহিনীর তৎপরতা

হোমস, হামা, দারা সহ অন্যান্য শহরগুলোতে আজও ব্যাপক সেনা অভিযান হয়েছে বলে জানা গেছে৷ আজ সকাল থেকেই মর্টার ও অন্যান্য ভারি অস্ত্র-শস্ত্র সহ সেনা বাহিনীর সাঁজোয়া গাড়ি বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহীদের খোঁজে তল্লাশী চালায় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এ সময় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক মারা গেছে বলেও জানানো হয়েছে৷ উত্তরের অ্যালেপ্পোয় পুনরায় গোলা বর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা৷ রাজধানী দামেস্কের উপকণ্ঠের অঞ্চলগুলোতে হেলিকপ্টার দিয়ে নজরদারি চলছে বলেও জানিয়েছে বিরোধীরা৷ বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মি বলেছে, আসাদ প্রশাসন যদি, সৈন্য ও ট্যাংক সরিয়ে না নেয় তাহলে তারাও সংঘর্ষের পথ ছাড়বে না৷

Iran UN Syrien Kofi Annan in Teheran
এখনো শান্তির আশা করছেন আনানছবি: dapd

কোফি আনান’এর উদ্যোগ

এই ধরণের সেনা মোতায়েন একটা খুবই ‘ধ্বংসাত্মক’পরিণতি ডেকে আনবে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান ৷ তবে, ইরান সফরে গিয়ে আনান বলেন, ‘‘আমি সিরিয়া সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে, তারা অস্ত্রবিরতি মেনে চলবে৷ সব পক্ষ যদি অস্ত্রবিরতি মেনে নেয়, তাহলে আমার মনে হয় বৃহস্পতিবার সকাল ছয়টার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে৷’’সিরিয়া সংকট সমাধানে আরব লিগ ও জাতিসংঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা জরুরি বলে মনে করেন আনান৷ ইরান জানিয়েছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আনানের সঙ্গে সহযোগিতা করবে তারা৷ তবে আসাদের নেতৃত্বেই পরিবর্তন চায় তেহরান৷

আন্তর্জাতিক সমাজের অবস্থান

চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য চীন ও রাশিয়া উভয় দেশই আহ্বান জানিয়েছে আসাদ প্রশাসনকে৷ জতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সিরিয়ার উপরে সম্মিলিত ভাবে আরো চাপ প্রয়োগ করা হবে৷ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরাভ’এর সঙ্গে এবিষয়ে আলোচনা করবেন৷

প্রতিবেদন: আফরোজা সোমা, (এপি, রয়টার্স)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য