৩টি ম্যাচেই জয় – DW – 19.03.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩টি ম্যাচেই জয়

১৯ মার্চ ২০১২

পর পর দু’টি ম্যাচে ৭টি করে গোল করার পর শনিবার ‘মাত্র’ ৬ গোলে জিতল বায়ার্ন৷ অন্যদিকে বিপর্যস্ত হ্যার্টা বার্লিন ও কাইজার্সলাউটার্ন দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়ার আশঙ্কা করছে৷

https://p.dw.com/p/14MpM
ছবি: Reuters

সকালে গিয়েছিলেন ভোট দিতে৷ নাগরিক প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবার সম্মান পেয়েছিলেন হ্যার্টা বার্লিন ক্লাবের কোচ অটো রেহাগেল৷ সবাই তাঁকে সান্ত্বনা দিতেই ব্যস্ত ছিলেন৷ শনিবার রাতে বায়ার্ন'এর কাছে ০-৬ গোলে হারের ব্যথায় যদি কিছুটা মলম লাগানো যায়৷ রেহাগেল অবশ্য শোক প্রকাশ করেন নি৷

Fußball Bundesliga 26. Spieltag Bayern München Hertha BSC Berlin
বায়ার্ন বনাম হ্যার্টা বার্লিনছবি: picture-alliance/dpa

অথচ এই রেহাগেল'ই কিন্তু একমাত্র কোচ, যিনি দোর্দণ্ডপ্রতাপ বায়ার্ন মিউনিখ'এর বিরুদ্ধে যে কোনো দলকে সবচেয়ে বেশি সাফল্য দিয়েছেন৷ বায়ার্ন'কে অবাক করে দিতে তিনি হ্যার্টা'র খেলোয়াড়দের ‘গোপন প্রশিক্ষণ'এর ব্যবস্থা করেছিলেন৷ কিন্তু তাতে কোনো কাজ হলো না৷ গোটা ম্যাচ জুড়ে দিশাহারা হয়ে রইলেন হ্যার্টা'র খেলোয়াড়রা৷ ফ্রাংক রিবেরি ও আরিয়েন রবেন প্রায় বিনা বাধায় মনের সুখে গোলের ফোয়ারা ছুটিয়ে গেলেন৷ প্রতিপক্ষের এমন দুর্বলতা দেখে তারাও বেশ অবাক হয়ে গিয়েছিলেন৷ শনিবার রাতে হ্যার্টা'র এই বিপর্যয়ের পর দল বুন্ডেসলিগা'র দ্বিতীয় ডিভিশনে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

গোটা সপ্তাহ জুড়েই সাফল্যের স্বাদ পেয়ে এসেছে এফ সি বায়ার্ন৷ ৩টি ম্যাচেই জয়ের মুখ দেখেছে৷ ২০টি গোল দিয়েছে, খেয়েছে মাত্র একটি৷ হফেনহাইম'এর বিরুদ্ধে ৭-১ গেলে জয়ের মুখ দেখেছে বায়ার্ন৷ চ্যাম্পিয়নস লিগ'এ বাসেল'এর বিরুদ্ধে ম্যাচে ৭-০ গোলে জিতেছে কোচ ইয়ুপ হাইনকেস'এর টিম৷ হ্যার্টা বার্লিন'এর বিরুদ্ধে আরও একটা গোল করতে পারলে সেই ধারা বজায় থাকতো৷ কিন্তু ৬-০ গোলই বা মন্দ কী!

Deutschland Fußball Bundesliga Gesichtsmaske Michael Ballack von Bayer 04 Leverkusen
মিশায়েল বালাকছবি: picture-alliance/Annegret Hilse

হ্যার্টা বার্লিন'এর মতোই বিধ্বস্ত এফসি কাইজার্সলাউটার্ন৷ তাদেরও দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়ার ভয়ে থাকতে হচ্ছে৷ শালকে'র কাছে ৪-১ গোলে হেরে বুন্ডেসলিগা'র তালিকার একেবারে শেষে চলে গেছে ফুটবল-পাগল এই শহরের টিম৷ পর পর ১৬টি ম্যাচে হারার গ্লানি মোটেই সুখকর হতে পারে না৷ খেলায় হার-জিত আছে ঠিকই৷ কিন্তু কাইজার্সলাউটার্ন'এর খেলোয়াড়দের বর্তমান ফর্ম দেখে অদূর ভবিষ্যতে আশার আলো জাগছে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য