ভালো অবস্থানে বাংলাদেশ – DW – 17.03.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো অবস্থানে বাংলাদেশ

১৭ মার্চ ২০১৭

আগের দিন দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করায় সাকিবের সমালোচনা হয়েছিল অনেক৷ তবে টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন তিনি৷ ফলে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম শতকের দেখা পান সাকিব৷

https://p.dw.com/p/2ZP6y
Bangladesh Shakib Al Hasan
সাকিব আল হাসান (ফাইল ছবি)ছবি: Picture-Alliance/AP Photo/A. M. Ahad

ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিবের ইনিংস ১১৬ রানে গিয়ে থেমেছে৷ ফলে ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের শততম টেস্টে শতক করার তালিকায় তাঁর নাম উঠে গেছে৷

টাইগারদের শততম টেস্টে অভিষেক হয়েছে মোসাদ্দেকের৷ টেস্ট শুরুর আগে তাঁকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন সাকিব৷ তাঁর সঙ্গেই আজ দারুণ এক পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মোসাদ্দেক৷ অভিষেকেই তিনি অর্ধশতক পান৷ বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৭৫ রানে৷

সাকিব আর মোসাদ্দেকের পাশাপাশি অধিনায়ক মুশফিক রহিমের ৫২ রানের ওপর ভর করে বাংলাদেশের রানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪৬৭-তে, অর্থাৎ শ্রীলঙ্কার চেয়ে ১২৯ রান এগিয়ে৷

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিদেশে খেলতে গিয়ে কোনো টেস্টের প্রথম ইনিংসে লিড নিতে পেরেছে৷ এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কারই গলেতে এই কৃতিত্ব দেখিয়েছিল টাইগাররা৷

তবে দিনের শেষ ১৩ ওভারে বাংলাদেশের এই লিডটা কমিয়ে এনেছেন লংকান দুই ওপেনার৷ দিমুথ করুনারত্নে আর উপুল থারাঙ্গা দুজনেই ২৫ রানে অপরাজিত আছেন৷ ফলে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৫৪৷ অর্থাৎ টাইগাররা চতুর্থদিন শুরু করবে ৭৫ রানের লিড নিয়ে৷

জেডএইচ/ডিজি (এএফপি, ইএসপিএনক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য