সবার নজর থাকবে ব্রাজিলের মার্টার ওপর – DW – 24.06.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার নজর থাকবে ব্রাজিলের মার্টার ওপর

২৪ জুন ২০১১

ব্রাজিলের ফুটবলার মার্টার জন্মটাই যেন হয়েছে ফুটবল খেলার জন্য৷ ব্রাজিলের দোয়াস রিয়াকোস শহরের রাস্তায় পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলে শুরু করেন এই ব্রাজিলিয়ান প্রমীলা ফুটবলার৷

https://p.dw.com/p/11iaP
শট দেখে কে বলবে ইনি নারী!ছবি: dapd

কিন্তু কিছুদিন পর পাড়ার ছেলেগুলো বুঝে যায়, এই মেয়ে কেবল তাদের সঙ্গে খেলার জন্য জন্মাননি৷ তাই মাত্র ১৪ বছর বয়সে নিজের ছোট্ট শহরটি ছেড়ে রিও ডি জেনিরোতে পাড়ি জমান মার্টা৷ চোখে তাঁর স্বপ্ন ফুটবল বিশ্বজয়ের৷ তারপর কয়েক বছর পর জাতীয় দলে ঠিকই ডাক পেয়ে যান তিনি৷ ২০০৪ সালে অনুর্ধ্ব ২০ প্রমীলা বিশ্বকাপে গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়ে দেন মার্টা৷ মাত্র ১৮ বছর বয়সী এই কন্যার দুর্দান্ত ফুটবল শৈলি সবাইকে তাক লাগিয়ে দেয়, যার ফলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি যায় তাঁর ঝুলিতে৷

একবার নয়, দুই বার নয় পাঁচ পাঁচবার বিশ্বের সেরা প্রমীলা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন মার্টা৷ ২০১০ সালে পঞ্চমবারের মত ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার হওয়ার আরও এক বছর আগে জার্মানির বিরগিট প্রিন্সের রেকর্ড ভাঙ্গেন তিনি৷ তবে নিজের ফুটবল শৈলিতে গোটা বিশ্বকে মুগ্ধ করলেও, এখনো বিশ্বকাপের শিরোপাটা ছোঁয়া হয়নি তাঁর৷ গতবারের আসরে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয় ব্রাজিল৷ কিন্তু এবার জার্মানিতে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর ব্রাজিল৷ আর তাদের সেই প্রচেষ্টায় সবচেয়ে বড় অনুপ্রেরণা মার্টা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য