শ্রীলঙ্কার মহিলারা মাইন পরিষ্কার করছে – DW – 24.09.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার মহিলারা মাইন পরিষ্কার করছে

২৪ সেপ্টেম্বর ২০১১

এশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষ হয়েছে তিন বছর হলো৷ বলছি, শ্রীলঙ্কার তামিল যুদ্ধের কথা৷ এখন সেখানে চলছে ভূমি মাইন পরিষ্কারের মত ঝুঁকিপূর্ণ কাজ যাতে অংশ নিচ্ছে নারীরাও৷

https://p.dw.com/p/12fmH
ল্যান্ডমাইন পরিষ্কার করছে এক কর্মীছবি: Cluster Munitions Coalition

কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে একটা ছবি কল্পনা করুন৷ আপনি মাটি কাটছেন৷ যার নীচে থাকতে পারে মাইন, মানে বোমা৷ যেটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে৷ আর সেটা হলে রক্ষা নেই৷ হতে পারে মৃত্যু৷ আর ভাগ্য ভাল হলে হয়তো জানে বেঁচে যাবেন, কিন্তু হারাতে হতে পারে শরীরের কোনো অঙ্গ৷

এমনই বিপজ্জনক কাজ করছেন শ্রীলঙ্কার কিছু মহিলা৷ তাদের স্বামী তামিল যুদ্ধের সময় হারিয়ে গেছে বা নিহত হয়েছে৷ তাই সংসার চালানোর দায়িত্ব এখন পড়েছে ঐসব মহিলার উপর৷ কিন্তু তাদের এমন কোনো দক্ষতা ছিলনা যে কাজ পাবে৷ এমন সময় খোঁজ মেলে কিছু কাজের৷ দক্ষিণ এশিয়ার রক্ষণশীল সমাজে যেগুলোকে সাধারণত পুরুষদের কাজ বলেই ধরে নেয়া হয়৷ কিন্তু ভাগ্য বদল করতে শ্রীলঙ্কার ঐ নারীরাও মাইন পরিষ্কারের কাজে নেমে পড়েন৷

প্রায় ২০০ জন মহিলা বর্তমানে এই কাজ করে সংসার চালাচ্ছেন৷ ঝুঁকিপূর্ণ এই কাজ করে প্রতিমাসে একেকজন পান প্রায় ১৯ হাজার টাকা৷ তবে প্রত্যেকেরই বিমা করা আছে৷ কাজ শুরুর আগে প্রত্যেককে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

এমনই এক কর্মী দিশান্তি৷ মাত্র ২৩ বছর বয়স তার৷ স্বামী নিহত হয়েছে যুদ্ধে৷ এখন এক ছেলে আর বাবা-মা সহ চারজনের পরিবার তার৷ দিশান্তি বলছে শুরুর দিকে লোকজন একজন নারী কীভাবে এই কাজ করবে সেটা নিয়ে সন্দেহ পোষণ করতো৷ কিন্তু এখন তারাই একটা কাজ পাবার জন্য তার কাছে আসে৷

দিশান্তি বলছে অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ৷ কিন্তু প্রশিক্ষণ নিয়ে এবং নিরাপত্তা বিধি মেনে কাজ করলে ঝুঁকিটা তেমন আর থাকেনা৷

বিশেষজ্ঞরা বলছেন, সেখানে এখনো হাজার হাজার ল্যান্ডমাইন থাকতে পারে৷ যেগুলো সম্পূর্ণ পরিষ্কার করতে আরও দশ বছর লেগে যেতে পারে৷ এই কাজ শেষ হলেই জমিগুলো আবারও কৃষিকাজে ব্যবহার করা যাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম