শিশুদের ট্রমা – DW – 01.11.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের ট্রমা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ নভেম্বর ২০১২

শিশুদের জিজ্ঞাসাবাদের নামে তাদের পুরনো কোনো দুঃখজনক স্মৃতিতে ফিরিয়ে নেয়া যাবেনা৷ আর শিশুদের দেয়া তথ্যের কোনো আইনগত বৈধতা নেই৷ তাই তারা কোনো হত্যাকাণ্ডের প্রত্যক্ষ্যদর্শী হলে জিজ্ঞাসাবাদের চেষ্টা পরিত্যাগ করা উচিত৷

https://p.dw.com/p/16aEN
ছবি: DW

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতির একমাত্র শিশুপুত্র মাহির সরওয়ার মেঘ৷ তার বয়স এখন ৬ বছর ৫ মাস৷ আর সে-ই তার বাবা-মায়ের হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী৷ ব়্যাব ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বলে সাতজনকে গ্রেপ্তার করেছে৷ তারা সবাই ডাকাত দলের সদস্য৷ আর তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব়্যাব বার বার দাবি করছে৷ তবুও বুধবার বিকেলে শিশু মেঘকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ব়্যাব সদর দপ্তরে৷ এ সময় অবশ্য মেঘের আত্মীয়স্বজন সঙ্গেই ছিলেন৷ কিন্তু শিশু মনোবিজ্ঞানী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম রাব্বানি এর বিরোধিতা করেন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, শিশুদের কোনো দুঃখজনক স্মৃতিতে ফিরিয়ে নেয়া অনুচিত৷ এতে তারা অসুস্থ হয়ে যেতে পারে৷

Bangladesch Mord an Journalisten - Blogger protestieren in Dhaka April 2012
সাংবাদিক ও ব্লগাররাও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে চলেছেন বাংলাদেশে...ছবি: Ireen Sultana

তিনি আরো জানান, বাস্তবে শিশুদের জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো লাভও নেই৷ কারণ তারা পুরনো ঘটনা ঠিকমতো বলতে পারে না৷

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক হাফিজুর রহমান ডয়চে ভেলেকে জানান, শিশুদের দেয়া তথ্য বা সাক্ষ্য আইনের কাছে গ্রহণযোগ্য নয়৷ আর তাদের দেয়া তথ্য অন্য কোনো সাক্ষি বা প্রমাণ দিয়ে সমর্থিত হতে হয়৷ তাই তিনি মনে করেন, কোনো অপরাধের ঘটনায় শিশুর কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা বাদ দেয়াই ভালো৷

মেঘকে জিজ্ঞাসাবাদের পর তার মামা নওশের রোমান জানিয়েছেন যে, মেঘ তেমন কোনো কথা বলেনি, সে ছিল বিরক্ত৷ তবে পরে ব়্যাব কর্মকর্তারা তাকে বিমানবন্দরে উড়োজাহাজের কাছে নিয়ে গেল সে বেশ খুশি হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান