লেখকের টাকায় বই প্রকাশের হিড়িক – DW – 23.02.2009
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেখকের টাকায় বই প্রকাশের হিড়িক

সমীর কুমার দে, ঢাকা২৩ ফেব্রুয়ারি ২০০৯

বাঁধাই সঙ্কটের কারণে এবার ঢাকার একুশে বইমেলায় পরিকল্পনা মতো নতুন বই আনতে হিমশিম খাচ্ছেন প্রকাশকরা৷ তারপরও প্রতিদিন নতুন বইয়ের যে তালিকা হাতে আসছে তা কিন্তু সংক্ষিপ্ত নয়৷ গড়ে প্রতিদিন আসছে ১০১টি করে নতুন বই৷

https://p.dw.com/p/GzmT
জমজমাট বইমেলা৷ছবি: DW/Mamun

বইমেলায় যে এতো নতুন বই প্রতিদিন প্রকাশিত হচ্ছে, তার অধিকাংশেরই মান প্রশ্নসাপেক্ষ৷ ‘‘এতো বই, কিন্তু পড়ার মতো কয়টি?'' – এ প্রশ্নটি উত্থাপন করতে শোনা যায় অনেককেই৷ এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, যে অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে উঠেছে – যারা নতুন লেখকদের কাছ থেকে টাকা নিয়ে বই প্রকাশ করে৷ বই প্রকাশের ক্ষেত্রে টাকাটাই তাদের কাছে মুখ্য বিষয়৷ লেখার মানের বাছ-বিচারের কোনো চেষ্টা বা প্রবণতা তাদের নেই৷ এ প্রবণতা দিন দিন বাড়ছে৷ প্রকাশনা প্রতিষ্ঠানের বাইরেও নিজের টাকায় বই প্রকাশের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে৷

Amar Ekushey Book Fair 2009
বইমেলায় ডয়চে ভেলে৷ছবি: DW / Kumar Dey

অমর একুশে বইমেলায় নিজের একটি বই, যদি তা হয় প্রথম বই, তাহলে সেটা প্রকাশের জন্য নবীন কবি-লেখকদের মধ্যে এক ধরণের প্রণোদনা কাজ করে৷ দুটি প্রক্রিয়ায় তাদের বই প্রকাশও হয়ে যায়৷ কেউ কেউ ছুটে যান প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে এবং প্রকাশনার ‘খরচ'এর টাকা তুলে দিয়ে বই বের করেন৷ আবার কেউ ছাপাখানায় গিয়ে নিজেই কোনো প্রকাশনা সংস্থার নাম দিয়ে বইটি বের করে ফেলেন৷ অনেক প্রকাশনা প্রতিষ্ঠানই টাকার বিনিময়ে বই বের করে দেয়ার জন্য ‘দোকান' খুলে বসেছেন৷ নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান খুলে টাকার বিনিময়ে বইগুলো সে প্রতিষ্ঠানের নামেই বের করেন৷ আবার অনেক বড়-বড় প্রকাশনা সংস্থা নিজেদের সুনামকে পুঁজি করে শৌখিন লেখকদের কাছ থেকে উচ্চমূল্য আদায় করে থাকে৷ নবীন লেখকদের কবিতা, ছড়া, উপন্যাস জাতীয় বই প্রকাশের জন্য সাধারণত লেখকের কাছ থেকে টাকা নেয়া হয়৷

জানা গেছে, এক ধরণের প্রকাশক আছেন যাঁরা নতুন লেখকদের সাথে প্রতারণা করেন৷ লেখকদের কাছে টাকা নিয়ে বই বের করেন এই শর্তে, যে লেখককে দুই থেকে তিন শ' বই দিয়ে দেবেন – বাকি বই তিনি বিপণন করবেন৷ কিন্তু তিনি লেখকদের দেয়ার কপি এবং মেলার জন্য কয়েক কপির বাইরে আর কোনো কপি না ছেপে ওই টাকাও মেরে দেন৷ এঁরা ৪৮ পৃষ্ঠার একটি বইয়ের জন্য ২০ থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে থাকেন৷ বড় প্রকাশনা প্রতিষ্ঠান হলে টাকার অংক বেড়ে যায়৷ সব নবীন লেখকের বইই যে টাকার বিনিময়ে প্রকাশিত হচ্ছে তা কিন্তু নয়৷ অনেক প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থাও রয়েছে যারা তরুণ লেখকদের বইও প্রকাশ করে থাকে৷ ইতিহাস কিংবা সিরিয়াস কোনো বিষয় হলে এবং তা প্রতিষ্ঠিত কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণে সক্ষম হলে নবীন লেখকদের বইও অনেক প্রকাশক দায়িত্ব নিয়ে বের করেন৷