রূপকথার গল্প – DW – 18.09.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রূপকথার গল্প

১৮ সেপ্টেম্বর ২০১২

ছোটবেলায় রূপকথার গল্প শোনেননি কিংবা পড়েননি এমন মানুষ পাওয়া নিশ্চয় কষ্টেরই হবে৷ প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে রূপকথার গল্প বলায়ও এসেছে পরিবর্তন৷

https://p.dw.com/p/16AnG
ছবি: picture-alliance/dpa

একটা সময় ছিল যখন দাদি-নানিরা রূপকথার গল্প শোনাতেন৷ তখন খুব বেশি গল্প না থাকায় দেখা যেত যে, কয়েকটা গল্পই ঘুরে ফিরে শোনা যাচ্ছে৷ ফলে সেগুলো মনে গেঁথে যেত৷

কিন্তু এখন দিন বদলেছে৷ ফলে বেড়েছে রূপকথার সংখ্যা৷ তাই এখনকার গল্পগুলো এক বারের বেশি শোনা হচ্ছে না৷ ফলে সেগুলো বেশিদিন মনেও থাকছে না৷

এমন মন্তব্য ভল্ফগাং মিডারের৷ তিনি যুক্তরাষ্ট্রের ভেরমন্ট বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক৷ তাঁর অধ্যাপনার বিষয় জার্মান ভাষা ও ফোকলোর বা লোককথা৷ জার্মানিতে জন্ম নেয়া ও বেড়ে ওঠা এই অধ্যাপক গত প্রায় ৪০ বছর ধরে সমাজ জীবনে রূপকথার গল্পের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গবেষণা করছেন৷ তারই পুরস্কার হিসেবে তিনি এবার ‘২০১২ ইউরোপিয়ান ফেয়ারিটেল প্রাইজ' পেয়েছেন৷

অধ্যাপক মিডার মনে করেন, মানুষকে উৎসাহ যোগানোর মতো ক্ষমতা এখনো রয়েছে রূপকথার৷ জার্মান রূপকথা নিয়েও তাঁর অনেক গর্ব৷ তিনি বলেন, বিশ্বের হয়তো হাতে গোনা অল্প কয়েকটা দেশে জার্মানির বিখ্যাত ‘ব্রাদার্স গ্রিম' বা গ্রিম ভাইয়েদের রূপকথাগুলোর প্রচলন নাও থাকতে পারে৷ কিন্তু বেশিরভাগ দেশেই জার্মানির রূপকথাগুলোর বেশ জনপ্রিয়তা রয়েছে৷

03.2011 DW-TRANSTEL Highlights Fairytales of the World
রূপকথার গল্প বলায় পরিবর্তন এসেছে

উল্লেখ্য, ইয়াকব গ্রিম আর ভিল্মহেম গ্রিম - এই দুই ভাই একসঙ্গে ব্রাদার্স গ্রিম নামে পরিচিত৷ তাঁদের বিখ্যাত রূপকথাগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ফ্রগ প্রিন্স', ‘হেনজেল অ্যান্ড গ্রেটেল', ‘রাপুনজেল', ‘স্নো হোয়াইট' ইত্যাদি৷ ১৮১২ সালে এই দুই ভাইয়ের প্রথম লোককথার সংকলন ‘চিলড্রেন'স অ্যান্ড হাউজহোল্ড টেলস' প্রকাশিত হয়৷

তবে অধ্যাপক মিডারের প্রিয় রূপকথা হলো ব্রাদার্স গ্রিমের ‘দ্য স্টার টালার্স'৷ সেখানে ‘আশা' ও ‘ন্যায়বিচার' এর কথা বলা হয়েছে৷ যদিও বেশিরভাগ রূপকথায় ‘ভাল' ও ‘মন্দ' এর কথা বলা হয়৷ যেমন হালের বিখ্যাত ‘হ্যারি পটার' সিরিজের ছবিগুলোতেও এই দুটি বিষয় প্রাধান্য পেয়েছে৷

তিনি বলেন, ‘‘রূপকথায় অনেক পুরনো থেকে শুরু করে বর্তমান সময়ের দৈনন্দিন সমস্যাগুলোর কথা কাব্যিক ও প্রতীকি উপায়ে প্রকাশ করা হয়৷''

অধ্যাপক মিডারের ইচ্ছে ছিল তিনি গণিতবিদ হবেন৷ কিন্তু জার্মানির লোক সাহিত্যের ওপর একটি সেমিনারে অংশ নিয়ে তিনি জার্মানি ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতির উপর কাজ করার আগ্রহ পান৷ সেই থেকে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জার্মান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কাজ করছেন৷

অধ্যাপক মিডার বলেন, ডিজিটাল যুগের কারণে আগে একটা রূপকথার গল্প ছড়িয়ে পড়তে যেখানে কয়েক যুগ লেগে যেত, সেখানে এখন সেটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে৷ এছাড়া পরিবর্তন এসেছে গল্প বলার মাধ্যমেও৷ আগে মুখে মুখে সেগুলো ছড়িয়ে পড়লেও এখন ফিল্ম, টেলিভিশন আর ইন্টারনেটের মাধ্যমে রূপকথা প্রচারিত হচ্ছে৷ তাই অধ্যাপক মিডার বলেন, ‘‘এখন যদি রাস্তায় কোনো পথিককে দাঁড় করিয়ে একটি রূপকথার গল্প শোনাতে বলা হয় তাহলে হয়তো তিনি বলতে পারবেন না৷ কেননা যুগ এমন হয়েছে যে, কেউ গল্পটা জানলেও সে তা বলার ক্ষমতা রাখে না৷''

‘ইউরোপিয়ান ফেয়ারিটেল প্রাইজ' পাওয়া অধ্যাপক মিডার এ পর্যন্ত ২০০ বই রচনা করেছেন৷ আর রূপকথা, প্রবাদ ইত্যাদির উপর লিখেছেন প্রায় ৫০০ প্রবন্ধ৷ এছাড়া পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার৷ তবে বিনয়ী এই অধ্যাপক মনে করেন, তাঁর মতো আরও অনেকে আছেন যারা রূপকথা নিয়ে ভাল ভাল গবেষণা করেছেন৷ এবং তাঁরাও এই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন৷

প্রতিবেদন: শারলটে হাউসভেডেল /জেডএইচ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য