ইউরোপে শরণার্থী সংকট – DW – 18.09.2015
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে শরণার্থী সংকট

১৮ সেপ্টেম্বর ২০১৫

হাঙ্গেরি তার সীমান্ত প্রায় নিশ্ছিদ্র করার ফলে শরণার্থীদের ঢল নেমেছে ক্রোয়েশিয়ায়৷ এক একটি দেশ শরণার্থীদের দূরে রাখার চেষ্টা করায় তাদের দুর্দশা বাড়ছে৷ আগামী সপ্তাহে ইইউ শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হবার কথা৷

https://p.dw.com/p/1GYU0
ছবি: Reuters/A. Bronic

শরণার্থী সংকটের চাপের মুখে ঐক্যবদ্ধ হওয়ার বদলে ইউরোপ যেন আরও বিহ্বল হয়ে পড়ছে৷ দক্ষিণ থেকে উত্তরে শরণার্থীদের ঢল বন্ধ করতে বিভিন্ন দেশ নিজেদের সীমান্ত বন্ধ করে বা কড়া নিয়ন্ত্রণ চাপিয়ে এই সংকট থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে৷

Infografik Flüchtlinge Balkanroute September mit Kroatien 2015 Englisch

অন্যদিকে শীর্ষ নেতাদের মধ্যেও বিভাজন স্পষ্ট৷ চাপে পড়ে শরণার্থী সংকটের বিষয়ে আলোচনা করতে শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে বটে, কিন্তু তার ফল নিয়েও সংশয় দূর হয়নি৷ এই অবস্থায় শরণার্থীদের দুর্দশার খবর অনেকটা চাপা পড়ে গেছে৷ কয়েক দিন আগেই মৃত সিরীয় শিশু আয়লান কুর্দির এক আত্মীয় ইউরোপীয় পার্লামেন্টে তাঁর পরিবার সহ সামগ্রিকভাবে শরণার্থীদের পরিস্থিতি তুলে ধরেন৷

অক্সফ্যাম ইন্টারন্যাশানাল এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছে, যে ছোট্ট দেশ লেবানন ইউরোপের তুলনায় তিন গুণেরও বেশি শরণার্থী গ্রহণ করেছে৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল হাঙ্গেরি সীমান্তে শরণার্থীদের দুর্দশরা বর্ণনা দিয়েছে৷

হিউম্যান রাইটস ওয়াচ-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ সিরিয়ার পরিস্থিতির কথা আবার মনে করিয়ে দিয়েছেন৷ ইইউ-র প্রতি তাঁর আবেদন, শরণার্থীদের যেন আরও বিপজ্জনক পথে ঠেলে না দেওয়া হয়৷

হাঙ্গেরি তার সীমান্ত প্রায় নিশ্ছিদ্র করে তোলার পর শরণার্থীদের সিংহভাগ সামলাতে হচ্ছে ক্রোয়েশিয়াকে৷

হাঙ্গেরির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের জন্য চাপ বাড়ছে৷ এ প্রসঙ্গে একটি প্রতিবেদন শেয়ার করেছেন জেন স্যামুয়েল্স৷

শরণার্থীদের বিষয়ে ফ্রান্সের অবস্থান ব্যাখ্যা করে লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন পাট্রিসিয়া রিনাল্ডি৷

ইউরোপে শরণার্থীদের অতীত ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে আজ সিরীয় শরণার্থীদের কেন সাহায্য করা হবে না? এই প্রশ্ন তুলেছেন বুরহান ওয়াজির৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য