পাকিস্তান দলে নতুন অধিনায়কের সন্ধান চান ওয়াকার – DW – 23.07.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান দলে নতুন অধিনায়কের সন্ধান চান ওয়াকার

২৩ জুলাই ২০১১

পাকিস্তানের ক্রিকেট দলে অধিনায়কত্ব নিয়ে সমস্যা বহু পুরনো৷ সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব, প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব এইসব কারণে কিছুদিন পরপরই দলটিতে অধিনায়কের পরিবর্তন হয়৷ এর সঙ্গে যোগ হয়েছে গত বছরের পাতানো ম্যাচ কেলেঙ্কারি৷

https://p.dw.com/p/122BO
সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ওয়াকার ইউনিসছবি: AP

দলটিকে বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন একসময়ের বিশ্বসেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনিস৷ দলে অধিনায়কত্ব নিয়ে এই সমস্যা তাঁর কাছে নতুন কিছু নয়৷ বর্তমান অধিনায়ক মিসবাহ উল হকের ওপরও তাঁর পুরো আস্থা রয়েছে৷ এরপরও ওয়াকার চান নতুন অধিনায়কের জন্য কাজ শুরু করুক পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ তার কারণ মিসবাহর বয়স বাড়ছে৷ আর কিছুদিন পর যদি তাঁর জায়গা খালি হয় তাহলে দলকে নেতৃত্ব দেওয়ার মত আর কেউ থাকবে না৷

ঘটনা চক্রেই দলের নেতৃত্ব পেয়ে যান দলের অন্যতম মিডল অর্ডার ব্যাটসম্যান মিসবাহ উল হক৷ পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দ্বন্দ্বের কারণে খেলতে অস্বীকৃতি জানান সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি৷ এর আগে সাফল্য বিহীন বিশ্বকাপ শেষে ওয়ানডে দলের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়৷ ফলে ওয়ানডে এবং টেস্ট এই দুই জায়গাতেই দলের নেতৃত্ব দিচ্ছেন এখন ৩৭ বছর বয়সি মিসবাহ৷ দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই তা পালন করছেন তিনি৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বিজয় সেটার প্রমাণ দিচ্ছে৷ তবে কোচ ওয়াকার মনে করছেন দলের প্রয়োজনেই নতুন অধিনায়ক খোঁজা দরকার৷ মিসবাহকে নিয়ে তাঁর বক্তব্য, ‘‘৩৬-৩৭ বছর বয়স খুব কম নয়৷ সে এখনও ফিট এবং অধিনায়ক হিসেবেও সে বেশ ভালো করছে৷ তবে বয়সের ছাপ শরীরে পড়বেই৷ তাই আমাদের এখনই নতুন অধিনায়ক গড়ে তোলা দরকার৷''

Misbah-ul-Haq Pakistan Cricket New test captain
পাকিস্তানী অধিনায়ক মিসবাহ উল হকছবি: AP

উল্লেখ্য, আসছে আগস্ট মাসে জিম্বাবোয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল৷ সেখানে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ছাড়াও খেলবে আরও দুইটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ৷ দলের ব্যাটিং লাইনে এখনও বেশ দুর্বলতা রয়ে গেছে, বিশেষ করে ওপেনিং এ৷ দলের এই ব্যাটিং দুর্বলতা দূর করতে সাবেক ওপেনার ব্যাটসম্যানদের সহায়তা চেয়েছেন ওয়াকার ইউনিস৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য