নেতানিয়াহুকে সরকার গঠনের অনুরোধ – DW – 26.09.2019
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতানিয়াহুকে সরকার গঠনের অনুরোধ

২৬ সেপ্টেম্বর ২০১৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/3QHEt
ছবি: Reuters/R. Zvulun

নির্বাচন পরবর্তী মনোনয়ন অনুষ্ঠানে প্রেসিডেন্ট রোভি রিভলিন বলেন, ‘‘আমি আপনাকে (নেতানিয়াহু) পরবর্তী সরকার গঠনের আহ্বান জানাচ্ছি৷’’

গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর কোনো দল এককভাবে সরকার গঠন  করতে ব্যর্থ হয়৷ নির্বাচনে নেতানিয়াহুরদল লিকুদ পার্টির ৩১জন সদস্য জয়লাভ করে৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বেনি গান্টস-এর ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির ৩২ সদস্য জয় পায়৷ তবে সরকার গঠনের জন্য নেতানিয়াহুর লিকুদ পার্টি নিজ দলের সদস্যসহ মোট ৫৫ জন প্রতিনিধির সমর্থন আদায় করতে সক্ষম হয়৷ এদিকে সরকার গঠনের দৌড়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বেনি এখন পর্যন্ত ৫৪ জন সদস্যের সমর্থন আদায় করতে পেরেছেন বলে জানা গেছে৷

দেশটির ১২০ সদস্য বিশিষ্ট সংসদে সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত ৬১জন সদস্যের সমর্থন থাকতে হবে৷ দৌড়ে এগিয়ে থাকা নেতানিয়াহুর হাতে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় রয়েছে৷ নেতানিয়াহু ব্যার্থ হলে বেনি গান্টস সরকার গঠনের সুযোগ পাবেন৷

সরকার গঠনের নানা কসরত

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর একটি ঐক্যমতের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু৷ তিনি বলেন, উপসাগরীয় দেশ ইরানের বর্তমান অস্থিরতা মোকাবেলায়  এ মুহূর্তে আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্য৷

তবে নেতানিয়াহু জাতীয় ঐক্যের ডাক দিলেও লিকুদ পার্টির সাথে কোনো ধরনের ঐক্য করতে রাজী নন বেনি গান্টস৷ আর এ ক্ষেত্রে তিনি আঙুল তুলেছেন নেতানিয়াহুর প্রতি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ ‘‘আমরা এমন কারো সাথে সংসদে বসতে চাই না যার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে,'' বলেন তিনি৷

এদিকে সম্মিলিত সরকার গঠনের বাদানুবাদের মধ্যে সরকার গঠনের একটি বিকল্প প্রস্তাবও এসেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে৷ আর তা হলো ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব৷ প্রস্তবটিতে বলা হয়েছে যে, দুটি বড় রাজনৈতিক দল পালাক্রমে সরকার পরিচালনা করবে৷ তবে আপত্তি রয়েছে সেখানেও, কেননা, রাষ্ট্র পরিচালনায় কে প্রথম দায়িত্ব পাবে সে নিয়েও রাজনৈতিক দলগুলোতে রয়েছে মতানৈক্য৷

আরআর/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)