ত্রাণকর্তা কুকুরের ভিডিও ভাইরাল! – DW – 25.09.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রাণকর্তা কুকুরের ভিডিও ভাইরাল!

২৫ সেপ্টেম্বর ২০১৭

১৯শে সেপ্টেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প৷ এ পর্যন্ত ২৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই মৃত ও আটকে পড়া মানুষদের উদ্ধারে সাহায্য করছে একটি কুকুর, যার নাম ফ্রিদা৷

https://p.dw.com/p/2kdY0
Mexiko Erdbeben Mexiko Stadt
ছবি: Getty Images/AFP/R. Schemidt

ফ্রিদার বয়স মাত্র সাত বছর৷ কিন্তু এই সাত বছর বয়সি কুকুর মেক্সিকোর ভূমিকম্পে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে৷ কুকুরটি মেক্সিকোর নৌবাহিনীর৷ তার কাজের দক্ষতা দেখে সবাই এতটাই মুগ্ধ হয়ে গেছে যে ইন্টারনেটে রীতিমত তারকা বনে গেছে ফ্রিদা৷ টুইটারে তার কাজের প্রশংসা চলছে, সেই সাথে জানানো হচ্ছে শুভকামনা ও অভিনন্দন৷

১৯শে সেপ্টেম্বরে ভূমিকম্পের পর উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দেয় ফ্রিদা৷ আরও ১৪টি কুকুর ছিল তার সঙ্গে৷ তার পরনে থাকে চশমা এবং বুট জুতা৷ তার পেশাগত জীবনে ৫২ জনকে উদ্ধারে সাহায্য করেছে সে, যাদের মধ্যে ১২ জন ছিল জীবিত৷ এবারের ভূমিকম্পে একজন পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয়েছে তার সাহায্যে৷

এজে প্লাস এর ভিডিওটি পোস্ট করার কয়েকট ঘণ্টার মধ্যেই ফেসবুকে ১ লাখেরও বেশিবার দেখা হয়েছে এটি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য