তিনি আগুন দিয়ে চুল সোজা করেন – DW – 17.02.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিনি আগুন দিয়ে চুল সোজা করেন

১৭ ফেব্রুয়ারি ২০১৭

খদ্দেরের চুলে আগুনের হালকা পরশ বুলিয়ে দিচ্ছেন নাপিত৷ তাতে নাকি চুল সোজা হয়৷ অভিনব এই উপায়ে চুল সোজা করার চেষ্টার ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবে৷

https://p.dw.com/p/2XkJ6
Barbiere in der palästinensischen Stadt Rafah
ছবি: Reuters/I. A. Mustafa

ফিলিস্তিনের খবর মানেই ইসরায়েলের হামলা অথবা হামাসের রকেট নিক্ষেপের সংবাদ৷ অথবা দুই-রাষ্ট্র সমাধান থেকে মার্কিনিদের ক্রমশ সরে যাওয়ার খবর৷ সেই দেশ সম্পর্কে ইতিবাচক খবর খুব একটা দেখা যায় না৷

অবশ্য রামাদান এডওয়ানের কথা আলাদা৷ গাজা উপত্যকার এক শরণার্থী ক্যাম্পে চুল কাটার একটি দোকান আছে তাঁর৷ সোশ্যাল মিডিয়ায় তিনি সাড়া জাগিয়েছেন আগুন দিয়ে চুল সোজা করার এক কৌশল দেখিয়ে৷ তাঁর দোকানে চুল কাটতে আসা খদ্দেররা চুল সোজা করাতে চাইলে তিনি তাদের চুলে প্রজ্বলনীয় পাউডার এবং তরল লাগিয়ে তাতে আগুন ধরিয়ে দেন৷ এরপর হাত দিয়ে দ্রুত চুলগুলো নিজের মতো করে সাজিয়ে নেন৷

এডওয়ানের এই কৌশল অনেকের নজর কেড়েছে৷ ফলে অনেকেই তাঁর দোকানে ভিড় করছেন হয় অভিজ্ঞতা নিতে অথবা দেখতে৷ তিনি মনে করেন, তাঁর এই কৌশল চুলের জন্য উপকারী৷ এটা নাকি রক্ত সঞ্চালনের জন্য ভালো৷ আর চুলের গোড়াও নাকি মজবুত করে৷

আপনি এভাবে আগুন দিয়ে চুল সোজা করাতে রাজি হবেন? লিখুন মন্তব্যে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য