ফুটবলে শৃঙ্খলা – DW – 06.05.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে শৃঙ্খলা

৬ মে ২০১২

জার্মান বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড’কে ছেড়ে চীনের গুয়াংঝু’র দিকে পা বাড়াচ্ছেন প্যারাগুয়ের প্লেয়ার লুকাস বারিওস৷ কিন্তু সাবধান, সেখানেও বিদেশি তারকাদের কাছ থেকে শৃঙ্খলা প্রত্যাশা করা হয়৷

https://p.dw.com/p/14qW8
Dortmund's Lucas Barrios of Paraguay celebrates scoring the opening goal during the German first division Bundesliga soccer match between VfL Wolfsburg and Borussia Dortmund in Wolfsburg , northern germany, on Saturday, Jan. 29, 2011. (AP Photo/Markus Schreiber) NO MOBILE USE UNTIL 2 HOURS AFTER THE MATCH, WEBSITE USERS ARE OBLIGED TO COMPLY WITH DFL-RESTRICTIONS, SEE INSTRUCTIONS FOR DETAILS
লুকাস বারিওসছবি: AP

২৭ বছর বয়সি বারিওস'এর জন্ম আসলে আর্জেন্টিনায়৷ পরে প্যারাগুয়ের জাতীয় দলে খেলেছেন৷ খেলেছেন চিলির একটি ক্লাবের হয়ে৷ সেখান থেকে জার্মানিতে আসেন ২০০৯ সালে, বোরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলতে৷ প্রথম দু'টি মরশুমে ডর্টমুন্ডের টপ স্কোরার ছিলেন, যার দ্বিতীয়টিতে ডর্টমুন্ড বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হয়৷ চলতি মরশুমেও ডর্টমুন্ড সে সম্মান বজায় রাখতে পেরেছে, কিন্তু বারিওস'কে দলে তাঁর বাঁধা জায়গাটি ছেড়ে দিতে হয়েছে ইনজুরির কারণে৷ এই সপ্তাহান্তে ফ্রাইবুর্গের বিরুদ্ধে খেলাতেই বারিওস'এর জার্মানিতে শেষ মাঠে নামা৷ বিশ্বায়িত ফুটবলের পেশাদার ভবঘুরে হিসেবে এবার তিনি যাচ্ছেন চীনের গুয়াংঝু এভারগ্রান্দে'র হয়ে খেলতে, যারা এখন চীনের সুপার লিগের শীর্ষে৷ দরাজ হাতে টাকা খরচ করে বিদেশি প্লেয়ার আনার জন্য খ্যাত গুয়াংঝু৷ তবে বারিওস'এর জন্য তাদের কতো টাকা খসাতে হয়েছে সেটা দুই ক্লাবই জানাতে নারাজ৷

লাতিন অ্যামেরিকার প্লেয়ার বয়সকালে ইউরোপে এসে নাম করবে, আবার ক্যারিয়ারের শেষের দিকে রাশিয়া, মধ্যপ্রাচ্য কি এশিয়ায় - অর্থাৎ জাপান, চীন কি দক্ষিণ কোরিয়ায় খোঁজখবর করে দেখবে, পেশাদারি জীবনের শেষে কোথাও একটা মোটা মাইনেয় খেলোয়াড়ি জীবনটা শেষ করা যায় কিনা, এটাই তো স্বাভাবিক৷ কিন্তু এশীয় ফুটবল, বিশেষ করে চীনে, এখন ভয়ঙ্কর রকম প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, বাড়ছে ক্লাবগুলোর অর্থবল ও উচ্চাশা৷ সেই সঙ্গে বাড়ছে আরো একটা জিনিষ৷

গুয়াংঝু এভারগ্রান্দে স্বদেশে - ডর্টমুন্ডের মতোই - গত মরশুমের চ্যাম্পিয়ন৷ তারা এই শুক্রবার তাদের আর্জেন্টাইন স্টার দারিও কনকা'কে ন' ম্যাচের জন্য সাসপেন্ড করেছে এবং সেই সঙ্গে দশ লক্ষ ইউয়ান, অর্থাৎ প্রায় দেড় লাখ ডলার ফাইন করেছে৷ কারণ? গত মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগের খেলায় গুয়াংঝু যখন দক্ষিণ কোরিয়ার জিয়নবুক হিয়ুনদাই মোটর্স'এর কাছে ৩-১ গোলে হারে, তখন কনকা প্রথমার্ধে পেনাল্টি থেকে গুয়াংঝু'র একটিমাত্র গোলটি করা সত্ত্বেও কোচ লি জাং-সু কনকা'কে দ্বিতীয়ার্ধে বার করে নেন৷

ক্লাবের ওয়েবসাইট অনুযায়ী: ‘‘কনকা প্রকাশ্যে কোচের বিরুদ্ধে অশোভন মন্তব্য করেন, মুখ্য কোচের কর্তৃত্ব স্বীকার করতে অস্বীকার করেন৷ তিনি গোটা দলের উপর একটি অশুভ প্রভাব সৃষ্টি করেছেন৷'' কাজেই কনকা'কে দলীয় শৃঙ্খলা মেনে চলতে বলা হয়েছে৷ বলতে কি, কনকা'কে গত জানুয়ারি মাসেই দেড় লাখ ইউয়ান ফাইন করা হয়েছিল, দেরী করে ট্রেনিং'এ আসার জন্য৷

এবং সেই গুয়াংঝু'তেই যাচ্ছেন বারিওস৷ অর্থ, প্রতিযোগিতা, শৃঙ্খলা: ফুটবলের বিশ্বায়িত দুনিয়ায় একই মূল্যবোধ এখন সর্বত্র৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য