জার্মান নির্বাচন – DW – 19.09.2013
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নির্বাচন

১৯ সেপ্টেম্বর ২০১৩

ইউরো এলাকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তির দেশ জার্মানিতে আগামী ২২শে সেপ্টেম্বর সাধারণ নির্বাচন৷ আঙ্গেলা ম্যার্কেল আবার ক্ষমতায় ফিরবে কিনা, গোটা ইউরো এলাকা তা জানার জন্য অপেক্ষা করে রয়েছে৷

https://p.dw.com/p/19fXd
ছবি: Sascha Schuermann/Getty Images

জার্মানির আসন্ন সাধারণ নির্বাচনেও ইউরো এলাকার সংকট অন্যতম বিষয় হয়ে উঠেছে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কড়া হাতে সংকটগ্রস্ত দেশগুলিকে ব্যয় সংকোচ ও সংস্কার চালাতে বাধ্য করে অনেকের সমালোচনার মুখে পড়েছেন৷ দেশের ভোটারদের কাছে তিনি এই নীতির সাফল্য তুলে ধরার চেষ্টা করছেন৷ তাঁর মতে, এর ফলে এই সব দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামোর স্থায়ী উন্নতি হবে৷

প্রাথমিক সুফলের উদাহরণ দিতে গিয়ে ম্যার্কেল বলেন, ইটালি ও গ্রিসের পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে৷ এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী আন্টনিস সামারাস ইঙ্গিত দিয়েছেন, যে তাঁর দেশে চরম মন্দা ধীরে হলেও কেটে যাচ্ছে৷ মোটকথা গোটা ইউরোপ আগামী ২২শে সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে৷ জনমত সমীক্ষায় ম্যার্কেল এগিয়ে আছেন৷ প্রশ্ন হলো, তিনি আগামী সরকার গড়তে পারবেন কি না এবং সেই সরকারের মধ্যে তিনি তাঁর নিজের মত কতটা প্রতিষ্ঠা করতে পারবেন৷ আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরলে ইউরো এলাকার ভবিষ্যতের উপর তাঁর প্রভাব আরও জোরদার হবে৷

এদিকে ধীরে হলেও ইউরো এলাকায় মন্দা কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে৷ শিল্পোন্নত দেশগুলির সংগঠন ওইসিডি জানিয়েছে, সংকট কাটিয়ে ইউরোপ সহ ধনী দেশগুলি আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগোচ্ছে৷ কিন্তু ব্রাজিল ও ভারতের মতো দেশের প্রবৃদ্ধি কিছুটা থমকে গেছে৷ ফলে বিশ্ব অর্থনীতির সার্বিক চিত্র এখনো উজ্জ্বল হয়ে উঠতে পারছে না৷

শুধু অভ্যন্তরীণ প্রবণতা নয়, ইউরো এলাকার উপর প্রভাব ফেলছে অন্যান্য কিছু ঘটনাও৷ যেমন সিরিয়ার উপর হামলার আশঙ্কা কেটে যাওয়ায় সোমবার পেট্রোলিয়াম কোম্পানিগুলির শেয়ারের মূল্যও কিছুটা কমে যায়৷ ফলে ইউরোপের পুঁজিবাজারও কিছুটা ধাক্কা খেয়েছিল৷ তবে সিরিয়াকে ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি না কাটায় বাজারে অস্বস্তি রয়ে গেছে৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য