জার্মানির নাগরিকত্ব নিতে হিড়িক – DW – 14.06.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির নাগরিকত্ব নিতে হিড়িক

১৪ জুন ২০১৭

জার্মান পাসপোর্টপ্রার্থী ব্রিটিশ নাগরিকের সংখ্যা এক বছরেই প্রায় চারগুণ বেড়ে গেছে৷ বেক্সিট এগিয়ে আসায় এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/2efYu
Briten in Bayern Pässe
ছবি: picture-alliance/dpa/B. Pedersen

মঙ্গলবার জার্মানির ফেডারেল পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, গত বছর জার্মান নাগরিকত্ব গ্রহণকারী ব্রিটিশের সংখ্যা উচ্চহারে বেড়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে গণভোটের ফল আসার পর থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে৷

‘‘২০১৬ সালে সর্বমোট দুই হাজার ৮৬৫ জন ব্রিটিশ নাগরিককে জার্মান নাগরিকত্ব দেয়া হয়৷ সংখ্যাটি আগের বছরের তুলনায় ৩৬১ শতাংশ বেশি৷ এই বৃদ্ধির কারণ অবশ্যই বেক্সিট৷ ব্রিটিশদের জন্য এটা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি৷'' 

ব্রিটেনের অনেক নাগরিক মনে করেন, বেক্সিটের ফলে তারা ইউরোপের একক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং এই ব্লকের মুক্ত বাজারের সুবিধা হারাবেন৷

জার্মানির নাগরিকত্ব চাওয়া ব্রিটিশদের সংখ্যা এ বছর আরো বাড়তে পারে৷ অনেকেই জার্মান পাসপোর্ট পাওয়ার লাভের হিসাব করছেন৷ যদিও ব্রিটেন ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে বলে সময় নির্ধারিত হয়েছে৷ অবশ্য কেউ পাসপোর্ট পেতে চাইলে এই প্রক্রিয়ায় বেশ সময় লাগে৷

তবে ব্রিটেন থেকে জার্মান পাসপোর্ট প্রার্থীর সংখ্যা বাড়লেও সেটা মোট সংখ্যার বিবেচনায় বেশ কম৷ ২০১৬ সালে মোট ১ লাখ ১০ হাজার ৩৮৩জন বিদেশি জার্মান নাগরিকত্ব পেয়েছেন, যেটা আগের বছরের চেয়ে ২ দশমিক ৯শতাংশ বেশি৷

এদের মধ্যে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে তুর্কিরা৷ এই সংখ্যাটি ১৬ হাজার ২৯০৷ অবশ্য তাদের ক্ষেত্রে সংখ্যাটি এর আগের বছরের তুলনায় ১৭ শতাংশ কমেছে৷ ৬ হাজার ৬৩২ জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোল্যান্ডের নাগরিকরা৷ ২০১৫ সালের তুলনায় পোলিশদের জার্মান নাগরিকত্ব গ্রহণের হার বেড়েছে ১১ শতাংশ৷

বিদেশিরা ৮ বছর জার্মানিতে অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনকারীদের গড় বয়স ৩৩ বছর৷ গড়ে তারা জার্মানিতে ১৭ বছর বাস করার পর এই আবেদন করেন৷

চেজ উইন্টার/এসএন