সংস্কারের দাবি – DW – 30.09.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংস্কারের দাবি

৩০ সেপ্টেম্বর ২০১২

সিরিয়ার সংকট সমাধানে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি তুলেছে নিউজিল্যান্ড৷ এদিকে, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সদস্যদের সংকট সমাধানে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন৷

https://p.dw.com/p/16Hn3
ছবি: Reuters

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে দাবি উঠেছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা সীমিত করার৷ বিশেষ করে যখন গণহত্যার মতো নির্মম ঘটনা বন্ধের প্রশ্ন আসে তখন অন্তত স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা রহিত করা উচিত বলে মনে করেন নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী মারে ম্যাকালি৷ তিনি বলেন, সিরিয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদ তার বিশ্বস্ততা হারাচ্ছে৷

‘‘২৫ হাজার মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত এবং হাজার হাজার মানুষ বাস্তুহারা ও গৃহহীন হওয়ার পরও যদি নিরাপত্তা পরিষদ কোন পদক্ষেপ নিতে না পারে, তাহলে তারা আর কী করতে পারে?'' - এমনভাবেই জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে প্রশ্ন তুলেছেন ম্যাকালি৷ নিরাপত্তা পরিষদের এমন ব্যর্থতায় নিউজিল্যান্ডের মানুষ হতাশ উল্লেখ করে তিনি নিরাপত্তা পরিষদের সংস্কার সাধনের দাবি তুলেন৷ তবে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা একেবারে তুলে দেওয়ার কথা না বলে বরং এটিকে সীমিত করার পক্ষে মত দেন মারে ম্যাকালি৷

UN Vollversammlung Ban Ki-moon
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনছবি: Getty Images

এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বিশ্বের বৃহত্তম ইসলামি সংস্থা ওআইসি'র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে৷ নতুবা সেদেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে ব্যহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা নিয়ে ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি'র মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু এবং মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেনের সাথে পৃথক বৈঠক করেন বান কি-মুন৷

উল্লেখ্য, রোহিঙ্গাদের সংকট খতিয়ে দেখার জন্য ওআইসি'র বিশেষ কমিটি প্রথমবারের মতো নিউইয়র্কে বৈঠকে মিলিত হয়৷ এই কমিটি রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব প্রদানের আহ্বান জানিয়েছে৷

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে রাখাইন প্রদেশে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে জাতিগত দাঙ্গা রোধে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেন৷ বৈঠকে মহাসচিব বান কি-মুন মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন এলাকায় উপজাতি বিদ্রোহীদের সাথে সরকারের যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানান৷ এছাড়া মিয়ানমারে ‘রাজনৈতিক সংস্কার, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় ঐক্য' নিয়েও উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি৷

এএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য