শরণার্থীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে – DW – 22.04.2020
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে

২২ এপ্রিল ২০২০

গ্রিসের মূল ভূখণ্ডে শরণার্থী শিবিরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে৷ স্থানীয় কর্তৃপক্ষ এমন স্থাপনা কোয়ারেন্টাইন করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে৷ ইইউ স্তরে শরণার্থী নীতি প্রণয়নের চেষ্টা করছে জার্মানি৷

https://p.dw.com/p/3bFLV
গ্রিসের একটা শরণার্থী শিবিরছবি: imago images/Xinhua/L. Partsalis

করোনা সংকট শুধু বিভিন্ন দেশের মানুষের জন্য সমস্যা সৃষ্টি করছে না, যেসব মানুষ ভিটেমাটি ত্যাগ করে অন্য দেশে আশ্রয় খুঁজছেন, তারাও পড়েছেন ফ্যাসাদে৷ বিশেষ করে যারা কোনোভাবে ইউরোপে প্রবেশ করেছেন, তাদের ভাগ্যও থমকে গেছে৷ করোনা সংকটের ঠিক আগে তুরস্ক ইউরোপের উপর ‘প্রতিশোধ' নিতে শরণার্থীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেওয়ায় গ্রিসে নতুন করে শরণার্থীদের ঢল নেমেছিল৷ এখন শরণার্থীদের মধ্যেও সংক্রমণ বেড়ে চলেছে৷

মঙ্গলবার গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে, পেলোপোনেসে উপদ্বীপে একটি হোটেলে শরণার্থীদের একটা বড় অংশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ ৪৭০ জনের মধ্যে কমপক্ষে ১৫০ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে৷ সোমবারই গোটা স্থাপনা কোয়ারেন্টাইন করা হয়েছে৷ সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, জায়গাটি বিচ্ছিন্ন করে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে৷ উল্লেখ্য, গ্রিসের মূল ভূখণ্ডেও দুটি শরণার্থী শিবিরেও একই কারণে কোয়ারান্টিন ঘোষণা করা হয়েছে৷

সরকারি সূত্র অনুযায়ী, গ্রিসে এই মুহূর্তে শরণার্থীর সংখ্যা প্রায় এক লাখ৷ এর মধ্যে প্রায় ৩৯,০০০ বিভিন্ন দ্বীপে ছড়িয়ে রয়েছেন৷ সেখানে অবশ্য শরণার্থীদের মধ্যে করোনা সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি৷ শরণার্থী শিবিরে কম জায়গায় অনেক মানুষকে পরস্পরের খুব কাছাকাছি থাকতে হয় বলে সংক্রমণের ঝুঁকি বেশি৷ ফলে গ্রিসের সরকার গভীর দুশ্চিন্তায় পড়েছে৷ বিভিন্ন দ্বীপে শরণার্থী শিবিরে ভিড় বাড়ার কারণে সরকার ২,৩৮০ জন ঝুঁকিপূর্ণ শরণার্থীকে মূল ভূখণ্ডের শিবিরে আনার উদ্যোগ নিয়েছিল৷ ঠিক তার পরেই সংক্রমণের ঘটনা ঘটলো৷

করোনা সংকটের জের ধরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিবেচনার প্রক্রিয়াও স্তব্ধ হয়ে গিয়েছে৷ ইউরোপের সীমান্তও কার্যত বন্ধ রয়েছে৷ এই অবস্থা কাটিয়ে তোলার উদ্যোগ নিতে চায় জার্মানি৷ চলতি বছরের দ্বিতীয়ার্ধে ইইউ সভাপতি দেশের দায়িত্ব পালনের সময় ইউরোপীয় স্তরে সাধারণ এক আশ্রয় প্রণালী চালু করার প্রয়োজনীয়তার উল্লেখ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, লুক্সেমবুর্গ ও লিশটেনস্টাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের পর তিনি এ কথা বলেন৷ বিশেষ করে আফ্রিকা থেকে আসা শরণার্থীদের ক্ষেত্রে সাধারণ শরণার্থী নীতি প্রয়োজন বলে মাস মনে করেন৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, করোনা সংকট সত্ত্বেও জার্মানি গ্রিসের শরণার্থী শিবির থেকে নিঃসঙ্গ নাবালকদের জার্মানিতে আশ্রয়ের উদ্যোগ চালিয়ে যাবে৷ উল্লেখ্য, গত শনিবার প্রথম ৪৭ নাবালক জার্মানিতে এসে পৌঁছেছে৷ সব মিলিয়ে ১,৬০০ নাবালক বিভিন্ন ইইউ দেশে আশ্রয় পাবে৷ ‘সেভ দ্য চিলড্রেন' সংগঠনের সূত্র অনুযায়ী গ্রিসের শরণার্থী শিবিরগুলিতে প্রায় ১৩,০০০ নাবালক কঠিন অবস্থায় দিন কাটাচ্ছে৷ অনেকের বাবা-মা বা পরিবার সঙ্গে থাকলেও তাদেরও সহায়তার প্রয়োজন বলে এই সংগঠন মনে করে৷

এসবি/এসিবি (এপি, ডিপিএ, কেএনএ)

৩ মার্চের ছবিঘরটি দেখুন...