গুগলের মহারণ ঘোষণা – DW – 10.07.2009
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলের মহারণ ঘোষণা

১০ জুলাই ২০০৯

তথ্য প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে বড়ো যুদ্ধের ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল৷ মাইক্রোসফট এর সবচেয়ে নামকরা পণ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে গুগল ঘোষণা দিয়েছে নতুন অপারেটিং সিস্টেম বানানোর৷

https://p.dw.com/p/Iks2
ছবি: AP

গুগলের এ ঘোষণাকে প্রযুক্তি দুনিয়ায় মহাযুদ্ধের সংকেত বলে মনে করছে সংশ্লিস্টরা৷

গুগল কর্মকর্তা সুন্দার পিচাই ও লিনাস আপসন বৃহস্পতিবার জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে তাদের ক্রোম অপারেটিং সিস্টেম বাজারে আসবে৷ বিনামূল্যে এটি পাওয়া যাবে৷ তার উপর এটি হবে ওপেন সোর্স ঘরানার অর্থাৎ যে কেউ এটি পরিমার্জন ও ব্যবহার করতে পারবে৷ গুগল বলছে, ওয়েব ব্রাউজারের মতো এই সফটওয়্যারটি হবে অত্যন্ত ব্যবহার বান্ধব৷ মাইক্রোসফট অফিসের মতো এটি স্থাপনে ডিস্ক ব্যবহার করতে হবে না৷ আবার কোনো একটি ড্রাইভে বছরের পর বছর সংরক্ষণের জটিলতাও থাকবে না এতে৷

গুগল আরো বলছে, তথ্য প্রযুক্তির দুনিয়ার চেহারা বদলে দেবে তাদের ক্রোম অপারেটিং সিস্টেম৷ তথ্য সংরক্ষণের জন্য নিজস্ব পিসি বা নেটওয়ার্কের দরকার পড়বে না৷ গুগলের সার্ভার ফার্মেই তা পাওয়া যাবে৷

দুই গুগল কর্মকর্তা বলছেন, এখনকার প্রচলিত অপারেটিং সিস্টেম যখন নির্মাণ করা হয় তখন ওয়েবের চল ছিল না৷ নতুন অপারেটিং সিস্টেমে ওয়েব ব্রাউজারও থাকবে জানিয়ে তারা বলেন, যুগোপযোগী অপারেটিং সিস্টেমে কী কী থাকা উচিত সেসব মাথায় রেখেই কাজ হচ্ছে৷ তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে তারা৷ সেসব হচ্ছে, গতি, সহজ ও নিরাপত্তা৷

Logo des Google Browsers Chrome
ক্রোমছবি: picture-alliance/ dpa

তারা বলছেন, এমনভাবে নতুন অপারেটিং সিস্টেমটি নির্মাণ করা হচ্ছে যাতে খুব দ্রুত এটি অনলাইনে সংযুক্ত হয়ে যায়৷ অপারেটিং সিস্টেমের কাঠামো এমনভাবে বদলে ফেলার চেষ্টা চলছে, যাতে ভাইরাস ও নিরাপত্তার বিষয়গুলো এর কাজকে ব্যাহত না করতে পারে৷

গুগল যে স্বপ্নের কথা শোনাচ্ছে তা কম্পিউটার ব্যবহারকারীদের কাছে ডিজিটাল স্বর্গের মতোই৷ কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই তারা পিসি অন করলেই পেয়ে যাবে মেইল থেকে শুরু করে অবাধ নেট ভ্রমণ৷

তবে মাইক্রোসফট সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ডন রেটালেক মনে করছে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো নিশ্চত নয়৷ গুগলের এতসব করার ক্ষমতা আদৌ আছে কিনা তা নিয়েও সন্দেহ তার মনে৷

তিনি বলছেন, তারা এখনো বুঝতে পারছে না কতটা কঠিন এ কাজ করা৷ তিনি মনে করেন, মানুষ এখনো নিজেদের তথ্য নিজেদের কাছেই রাখতে চায়৷ নতুন অপারেটিং সিস্টেমে কাজ করার ক্ষেত্রে পুরোনো সফটওয়্যার থেকে তথ্য-উপাত্ত প্রতিস্থাপনের কাজটিও কঠিন৷ তাঁর আরও যুক্তি, কম্পিউটার গেম প্লেয়ার ও ভিডিও এডিটরদের জন্য ক্রোম অপারেটিং সিস্টেম সহায়ক হবে না৷

মাইক্রোসফট এখনো বাজারের ৮০ থেকে ৯০ শতাংশ অপারেটিং সিস্টেম বিক্রি করে থাকে৷ প্রভাবশালী প্রযুক্তি ব্লগ টেকক্রাঞ্চ গুগলের এ উদ্যোগকে প্রতিভাদীপ্ত বলে মন্তব্য করেছে৷ সাইটটির প্রতিষ্ঠাতা মাইকেল অ্যারিংটন বলেন, মাইক্রোসফটের মূল আয়ের জায়গায় বড় ধরণের হুমকি তৈরি করতে পারে গুগল৷

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ক্রোম হবে অনেকটাই উচ্চ গতির ইন্টারনেট নির্ভর৷ আর তাই, কম গতিসম্পন্ন ইন্টারনেটের চল যেসব দেশে বিশেষত দক্ষিণ এশিয়া বা আফ্রিকার মত অঞ্চলে এই ক্রম কিভাবে কাজ করবে তা অবশ্য জানায়নি গুগল৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক