জেলে থাকলেও লাগবে ভাড়া – DW – 16.01.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলে থাকলেও লাগবে ভাড়া

১৬ জানুয়ারি ২০১৪

না কোনো ভুল নয়, যা দেখলেন বা পড়লেন, সেটা একদম ঠিক৷ আপনি যদি কোনো অপরাধে কারাভোগ করেন এবং সেই কারাগার যদি হয় নেদারল্যান্ডসে, তবে সেখানে থাকতে আপনাকে ভাড়া গুনতে হবে৷ এবার এমনই এক আইন করতে যাচ্ছে ডাচ সরকার৷

https://p.dw.com/p/1Aqmv
Brasilien Gefängnis Überfüllung Archiv 2006
ছবি: picture-alliance/dpa

আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভিবি আলকেমা জানিয়েছেন, আইন ও বিচার প্রতিমন্ত্রী ফ্রেড টিফেন মনে করেন, সাজাপ্রাপ্ত বন্দিদের জেলে থাকাকালীন সময়ে নিজেদের থাকা-খাওয়ার খরচের অন্তত একটা অংশ দেয়া উচিত৷ আলকেমা বার্তা সংস্থা এএফপি-কে আরো জানান, প্রতিমন্ত্রী মনে করেন, কোনো ব্যক্তি সাজা পেলে তার খরচ বহন করার দায়িত্ব সরকার বা সমাজের একার নয়৷ তিনি জানান, এক এক বন্দির প্রতিদিন থাকা খাওয়ার খরচ দিতে ডাচ সরকারের খরচ হয় প্রায় ২৫০ ইউরো৷

সোমবার এ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়৷ সংসদের দুই কক্ষে যদি এটা পাস হয়, তবে বন্দিদের খরচ গুনতে হবে প্রতিদিন ১৬ ইউরো করে৷ অবশ্য দৈনন্দিন খরচ বাবদ এই অর্থ তাদের দিতে হবে মাত্র দু'বছরের জন্য৷ অর্থাৎ, কোনো কয়েদি যদি দু'বছরের বেশি সময় জেলে থাকে, তবে প্রথম দুই বছরের পর তার আর নিজের থাকা-খাওয়ার খরচ বাবদ প্রতিদিনকার ১৬ ইউরো আর দিতে হবে না৷ স্বাভাবিকভাবেই, বছরের পর বছর কারাগারে থাকলে রুজি-রোজগারটা আর তাদের হবে কিসের থেকে?

জানা গেছে, ক্ষমতাসীন জোটের শরীক দলগুলো এই বিলটি পাসের ব্যাপারে একমত হয়েছে৷ অনুমোদিত হলে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে আইনে পরিণত হবে বিলটি৷ এছাড়া নিজেদের নির্দোষ প্রমাণ করার ব্যাপারে তদন্তের প্রয়োজন হলেও বন্দিদের কিছু অর্থ দিতে হতে পারে এবং এই সংক্রান্ত একটি বিলের কথাও এবার ভাবছে সরকার৷ কর্তৃপক্ষ জানিয়েছে, নেদারল্যান্ডসের বিভিন্ন কারাগারে অন্তত ১২,১০০ বন্দি রয়েছে৷

বেকারত্ব এবং বাজেট ঘাটতির কারণে গত বছর ১৯টি কারাগার বন্ধের ঘোষণা দেয় ডাচ সরকার৷ তবে ডাচ ‘প্রিজনার্স রাইটস গ্রুপ অফেন্ডার্স অ্যাসোসিয়েশন' জানিয়েছে, এই পরিকল্পনা ইউরোপীয় মানবাধিকার আইনের বিরুদ্ধে৷ কেননা সেখানে বলা হয়েছে যে, বন্দিদের খরচ বহন করতে একরকম বাধ্য দেশের সরকার৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য