কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় যারা – DW – 19.04.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় যারা

১৯ এপ্রিল ২০১২

বিশ্বের বৃহত্তম কান চলচ্চিত্র উৎসব বসবে আগামী মাসে৷ ৬৫তম কান উৎসব চলবে ১৬ থেকে ২৭শে মে৷ এই উৎসবের মূল প্রতিযোগিতার জন্য এশিয়া, ইউরোপ, অ্যামেরিকা, আফ্রিকার এক হাজার সাতশ' ছবি জমা পড়েছে৷

https://p.dw.com/p/14gzU
ছবি: APGraphics

এসব ছবির মধ্য থেকে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে বিভিন্ন বিভাগে ৫৪টি বিশেষ মাত্রার ছবি৷ এগুলোর মধ্যে ২২টি ছবি প্রতিযোগিতা করবে সম্মানজনক পুরস্কার ‘পাম দর' বা ‘গোল্ডেন পাম' এর জন্য৷ আর বাকিগুলো থাকছে উদীয়মান প্রতিভা খোঁজার ধারায় ‘এ সার্টেন গ্লান্স' এর জন্য৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে কান উৎসবের পরিচালক টিয়েরি ফ্রেমো বলেন, ‘‘অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান আমাদের বড় চমক দিতে যাচ্ছেন৷'' কিডম্যান গত বছর দু'টি ভিন্নধর্মী ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন৷ একটি হলো দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উক এর ছবি ‘স্টোকার' আর অন্যটি মার্কিন পরিচালক লি ড্যানিয়েলস এর ‘দ্য পেপারবয়'৷

Filmfestival Cannes 2009
কান উৎসবের পরিচালক টিয়েরি ফ্রেমোছবি: AP

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির দৌড়ে অন্যতম শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে ক্যানাডীয় পরিচালক ডেভিড ক্রোনেনব্যার্গ এর ‘কসমোপোলিস'৷ ছবিটিতে বিশাল ধনকুবের এর ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন৷ অবশ্য ‘কসমোপোলিস' এর সাথে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ব্রিটিশ পরিচালক কেন লোচ এর ছবি ‘দ্য এঞ্জেলস শেয়ার'৷ প্রসঙ্গত, অতীতে কেন লোচের ১৬টি ছবি কান উৎসবে স্থান করে নিয়েছে৷

এ বছরের ‘গোল্ডেন পাম' এর জন্য দৌড়ে আরো রয়েছে অস্ট্রীয় পরিচালক মিশায়েল হানেকে'র প্রেমের ছবি ‘আমুর' বা ভালোবাসা৷ উল্লেখ্য, হানেকে'র ছবি ‘দ্য হোয়াইট রিবন' ২০০৯ সালে ‘পাম দর' জয় করে৷ এ বছর শিরোপা জয়ের দৌড়ে সম্ভাবনাময় হিসেবে রয়েছে পরিচালক অ্যান্ড্রু ডোমিনিক এর ছবি ‘কিলিং দেম সফটলি'৷ এতে মূল অভিনেতা জনপ্রিয় তারকা ব্র্যাড পিট৷

বৃহস্পতিবার প্যারিসে সাংবাদিক সম্মেলনে কান উৎসবের পরিচালক জানিয়েছেন, এবারের উৎসবের উদ্বোধনী ছবি হবে ‘মুনরাইজ কিংডম'৷ পরিচালক ওয়েস অ্যান্ডারসনের এই ছবিটিতে রয়েছেন তারকা শিল্পী ব্রুস উইলিস এবং বিল মারে৷ আর এবারের কান উৎসবে সমাপনী ছবি হিসেবে থাকছে ফরাসি পরিচালক ক্লোদ মিলার-এর ‘তেরেজ দেকেরু'৷ উল্লেখ্য, ৭০ বছর বয়সি মিলার চলতি মাসে মৃত্যু বরণ করেছেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য