সেরা পাঁচ গোল – DW – 19.06.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা পাঁচ গোল

১৯ জুন ২০১৪

এবারের বিশ্বকাপের সব বড় তারকার খেলাই একবার অন্তত দেখা হয়ে গেছে৷ শুরু হয়ে গেছে কোন দল বা কোন তারকার পারফরম্যান্স কেমন, তার মূল্যায়ন৷ এরই মাঝে সেরা পাঁচ গোল বেছে নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

https://p.dw.com/p/1CLEs
WM 2014 Gruppe B 1. Spieltag Spanien Niederlande
ছবি: Reuters

১. রবিন ফান প্যার্সি (নেদারল্যান্ডস বনাম স্পেন)

তালিকায় সবার ওপরে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ফান প্যার্সিকে রেখেছে রয়টার্স৷ একে তো ম্যাচটা ছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে, তার ওপর দলকে সমতায় ফেরাতে এমন অসম্ভব একটা চেষ্টায় ফান প্যার্সি মুন্সিয়ানা দেখিয়েছেন, যা ভোলা এক কথায় অসম্ভব৷ তখন পেনাল্টি থেকে সাবি আলন্সোর করা (১-০) গোলে পিছিয়ে আছে নেদারল্যান্ডস৷ বাঁ প্রান্ত থেকে উইং ব্যাক ডেলি ব্লাইন্ড-এর ক্রস উড়ে আসতে দেখে ঝড়ের বেগে এগিয়ে গেলেন ফান প্যার্সি৷ চাতুর্যের সঙ্গে এড়ালেন স্প্যানিশ ডিফেন্ডারদের গড়া ‘অফসাইড ট্র্যাপ'৷ তারপর শরীর শূন্যে ভাসিয়ে অসাধারণ এক ডাইভিং হেড৷ গোল পোস্ট ছেড়ে একটু এগিয়ে আসা ইকার কাসিয়াসের আর স্পেনকে বাঁচানোর সাধ্য ছিল না৷ হল্যান্ডের ‘স্পেন-বধ' সেখান থেকেই শুরু৷ তারপর বিশ্বচ্যাম্পিয়নদের গুনে গুনে আরো চারটি গোল দিয়েছে ডাচরা৷

২. লিওনেল মেসি (আর্জেন্টিনা বনাম বসনিয়া)

বিশ্বকাপে আট বছর পর তাঁর আরেকটি গোল৷ আট বছরের বন্ধ্যাত্ব যেভাবে ঘুচালে মনে কিছুটা প্রশান্তি আসে, ঠিক সেভাবেই গোল করে সেদিন আর্জেন্টিনাকে জিতিয়েছেন মেসি৷ ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে গোলের পর, গত আসরে শত চেষ্টা করেও একটি গোলও করতে পারেননি আর্জেন্টাইন এই সুপারস্টার৷ তবে এবার প্রথম ম্যাচেই পেলেন গোলের দেখা৷ বসনিয়ার বিপক্ষে সেদিন শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা৷ ৬৫ মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন মেসি৷ তারপর গনসালো ইগুয়াইনের সঙ্গে ‘ওয়ান-টু' করে একটু ফাঁকা জায়গা তৈরি করেই বাঁ পায়ে গোলার মতো শট এবং পোস্ট কাঁপিয়ে বল চলে যায় জালে৷ মেসির ওই গোলের সুবাদেই শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতেছিল দু'বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা৷

৩. হারিস সেফেরোভিচ (সুইজারল্যান্ড বনাম ইকুয়েডর)

ইনজুরি টাইমে হারিস সেফেরোভিচের দুর্দান্ত এক গোল ইকুয়েডরের বিপক্ষে নাটকীয় জয় (২-১) এনে দেয় সুইজারল্যান্ডকে৷ অবশ্য এ গোলের পেছনে রেফারি রাফশান ইরমাটভের দক্ষ ম্যাচ পরিচালনারও অবদান রয়েছে৷ সুইজারল্যান্ডের বক্সের কাছে ‘ফাউল' করেছিলেন ইকুয়েডরের এক খেলোয়াড়৷ কিন্তু আঘাত সামলে বল নিয়ে এগিয়ে যান ভালন বেহরামি৷ রেফারি ইরমাটভ তখন ফ্রি কিকের বাঁশি বাজিয়ে পাল্টা আক্রমণের সুযোগ নষ্ট করেননি৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বল চলে যায় ইকুয়েডরের বক্সে৷ রিকার্ডো রডরিগেসের ক্রস থেকে বল পেয়ে রক্ষণব্যূহ ভেদ করে বল জালে পাঠিয়ে দেন সেফেরোভিচ৷ এই গোলে অবশ্য সেফেরোভিচের ব্যক্তিগত নৈপুন্যের চেয়ে সুইসদের দলীয় সমঝোতার দ্যূতিই বেশি নজর কেড়েছে৷

Interaktiver WM-Check 2014 Keyplayer Argentinien Messi
বিশ্বকাপে আট বছর পর তাঁর আরেকটি গোলছবি: Juan Mabromata/AFP/GettyImages)

৪. ক্লিন্ট ডেমসি (যুক্তরাষ্ট্র বনাম ঘানা)

ম্যাচ শুরু হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই গোল৷ এর চেয়ে কম সময়েও চারটি গোল হয়েছে বিশ্বকাপে৷ দ্রুততম গোলটি করেছিলেন হাকান সুকুর৷ ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন তুরস্কের এই স্ট্রাইকার৷ সময়ের হিসেবে বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম দ্রুততম হলেও এবারের আসরে এ পর্যন্ত হয়ে যাওয়া ম্যাচগুলোর মধ্যে ডেমসির গোলটিকে চতুর্থ সেরার স্বীকৃতি দিয়েছে রয়টার্স৷ ম্যাচ শুরুর পরপরই একটা থ্রো-ইন পেয়েছিল যুক্তরাষ্ট্র৷ থ্রো-ইন থেকে ঘানার বক্সের কাছে বল পেয়ে যান ডেমসি৷ যুক্তরাষ্ট্রের অধিনায়ক তারপর চোখের পলকেই দু'জন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে তীব্র শটে বল পাঠান জালে৷ এই গোলের মাধ্যমে আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন ডেমসি৷ দেশের হয়ে এ নিয়ে তিনটি বিশ্বকাপে গোল করলেন তিনি৷

৫. আরিয়েন রবেন (নেদারল্যান্ডস বনাম স্পেন)

স্পেনের বিপক্ষে অসাধারণ খেলেছেন রবেন৷ বিশেষ করে ফান প্যার্সি অবিশ্বাস্য হেডে সমতা ফেরানোর পর ডাচ এই উইঙ্গার মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে যেভাবে গোল করেছিলেন, তার কথা বহুকাল মনে রাখবে ফুটবলামোদীরা৷ নিজেদের প্রান্ত থেকে বল নিয়ে ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে ছুটে যান ৩০ বছর বয়সি রবেন৷ ফিফা বলছে, এর আগে আর কোনো খেলোয়াড় কোনোদিন বল পায়ে এত দ্রুত দৌঁড়ায়নি৷ স্প্রিন্টার ইউসেইন বোল্টের গতিই যেখানে ঘণ্টায় ৪৫ কিলোমিটার, সেখানে ৩৭ কিলোমিটার বেগে ছুটলে রবেনকে আটকাবে কে! এভাবে ছুটতে ছুটতেই ডিফেন্ডারদের কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন এই ডাচ তারকা৷ তারপর স্প্যানিশ গোলরক্ষক ইকার কাসিয়াসকেও কাটিয়ে পরম মমতায় বল পাঠান জালে৷ এমন গোলের কথা কি সহজে ভোলা যায়?

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য