এবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানালও সতর্ক করে দিল ফিফা'কে – DW – 16.08.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানালও সতর্ক করে দিল ফিফা'কে

১৬ আগস্ট ২০১১

গোটা বিশ্বে দুর্নীতির দিকে নজর রাখে ট্রান্সপারেন্সি৷ মঙ্গলবার তারা আন্তর্জাতিক ফুটবল সংগঠনে সংস্কারের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে৷

https://p.dw.com/p/12H9G
মুখে সংস্কারের কথা বললেও ব্লাটার এখনো কার্যক্ষেত্রে ফল দেখাতে পারেন নিছবি: picture-alliance/dpa

দুর্নীতির ভারে বিপর্যস্ত ফিফা এতকাল শুধু অভিযোগ উঠলে তার তদন্ত করে পদক্ষেপ নিয়েছে৷ কিন্তু গোটা সংগঠনের কাঠামোয় বেশ কিছু দুর্বলতাই যে লাগাতার দুর্নীতি সম্ভব করে তুলছে, সেবিষয়ে এখনো খোলামেলা আলোচনা দেখা যাচ্ছে না৷ মুখে সংস্কারের কথা বললেও কার্যক্ষেত্রে তার কোনো ফল দেখা যাচ্ছে না৷ এবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল সেই দুর্বলতা দূর করতে সাংগঠনিক কাঠামোয় বেশ কিছু রদবদলের পরামর্শ দিলো৷ এর মধ্যে রয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকালের মেয়াদ সীমিত করা, দুর্নীতির তদন্তের জন্য এক নিরপেক্ষ গোষ্ঠী গঠন করা এবং সব স্তরে আরও স্বচ্ছতা আনা৷

Fußball FIFA Mohamed Bin Hammam
দুর্নীতির দায়ে আসর থেকে বিদায় নিতে হয়েছে মহম্মদ বিন হাম্মাম’কেছবি: AP

খোদ মার্কিন প্রেসিডেন্ট যেখানে সর্বোচ্চ দুটি কার্যকাল ক্ষমতায় থাকতে পারেন, সেখানে ফিফার কর্মকর্তারা মনের সুখে দশকের পর দশক ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেন৷ এই ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজন বলে মনে করে ট্রান্সপারেন্সি৷ তাছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই তার বিচার করলে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা থাকে না৷ নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাইরে থেকে বিশিষ্ট ব্যক্তিদের আনা প্রয়োজন৷ তাছাড়া এই গোষ্ঠী প্রয়োজনে পরামর্শও দিতে পারে৷

চতুর্থবারের জন্য ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সেপ ব্লাটার এমন এক নিরপেক্ষ গোষ্ঠী গঠনের অঙ্গীকার করেছেন৷ প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, স্পেনের গায়ক প্লাসিদো দোমিঙ্গোর মতো বিশিষ্ট ব্যক্তিদের এই গোষ্ঠীতে শামিল করতে চান তিনি৷

ফিফার মৌলিক কাঠামো সম্পর্কেও প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি৷ তাদের মতে, বেসরকারি এই সংগঠন নিজেকে ‘নন-প্রফিট' বলে তুলে ধরে৷ অথচ বাস্তবে এটা একটা বড় আকারের বহুজাতিক কোম্পানির মতো৷ বিশাল অঙ্কের আয়, বিশ্বজোড়া উপস্থিতি, রাজনৈতিক ও সামাজিক প্রভাব থাকা সত্ত্বেও ফিফা'র জবাবদিহিতা শুধু ২০৮টি সদস্য সংগঠনের মধ্যে সীমাবদ্ধ৷ তারাই ফিফা'র প্রেসিডেন্ট নির্বাচন করে এবং সংগঠন থেকে সুবিধা ভোগ করে৷ বহির্বিশ্বের প্রতি সংগঠনের কোনো দায়বদ্ধতা নেই৷ এমনটা চলতে পারে না বলে মনে করে ট্রান্সপারেন্সি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান