ইউরো সংকট – DW – 29.08.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সংকট

২৯ আগস্ট ২০১২

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দুর্বল দেশগুলির বন্ড কিনতে পারে, এমন সম্ভাবনার আশা বাড়ছে৷ বাড়ছে বিতর্কও৷ এদিকে জার্মানি ও ফ্রান্স আরও নিবিড় সহযোগিতার ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/15y4V
ছবি: AP

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ ব্যাংকের প্রধান মারিও দ্রাগি বলেছিলেন, অভিন্ন মুদ্রা ইউরো'কে বাঁচাতে যা কিছু করণীয়, তা করা হবে৷ এর ফলে পুঁজিবাজারে স্বস্তির নিশ্বাস পড়েছিল বটে৷ কিন্তু ঋণভারে জর্জরিত দেশগুলির বন্ড কেনার মৌলিক সিদ্ধান্ত তোপের মুখে পড়েছে৷ সমালোচকরা বলছেন, এটা অত্যন্ত বিপজ্জনক এক পথ৷ এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, ইউরো তথা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আস্থা কমে যাবে৷ শুধু তাই নয়, এর মাধ্যমে ইসিবি'র নিজস্ব নিয়মাবলিও ভাঙা হচ্ছে বলে তাদের অভিযোগ৷ ইসিবি'র পরিচালকমণ্ডলীর এক সদস্য অবশ্য সোমবার বলেছেন, যা করার নিয়মের কাঠামোর মধ্যেই তা করা হচ্ছে৷

জার্মানিতে ব্যবসায়ীদের আস্থার সূচক টানা ৪ মাস ধরে কমে চলেছে৷ যদিও সামান্য হলেও প্রবৃদ্ধির মুখ দেখছে জার্মানি৷ কিন্তু ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ রাজনৈতিক মঞ্চেও অস্থিরতা বাড়ছে৷ খোদ সরকারি জোটের মধ্যে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর নীতি চ্যালেঞ্জের মুখে পড়ছে৷ বাভেরিয়ার খ্রিষ্টান সোশাল ইউনিয়ন দল ইউরো এলাকা থেকে গ্রিসের প্রস্থানের দাবি তুলছে৷ এমনকি ২০১৩ সালের মধ্যেই এমনটা ঘটবে বলে পূর্বাভাষ করেছেন দলের সাধারণ সম্পাদক৷

Deutschland Frankreich Francois Hollande und Angela Merkel
ইউরোর ভবিষ্যত ম্যার্কেল আর ওলঁদের হাতেছবি: picture-alliance/dpa

গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাস বার্লিনপ্যারিসে দরবার করে গেলেন৷ তিনি বললেন, গ্রিস তার দায়িত্ব পালন করবে ঠিকই, কিন্তু এর জন্য কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন৷ দুই দেশই গ্রিসের উদ্যোগের প্রতি সহানুভূতি দেখিয়েছে৷ গ্রিস ইউরো এলাকায়ই থাকবে, এমনটাই জোর গলায় বলেছেন ম্যার্কেল ও ওলঁদ৷ তবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে গ্রিসের অগ্রগতি সম্পর্কে আগামী রিপোর্টের জন্য অপেক্ষা করছে সব পক্ষ৷ ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল যৌথভাবে এই রিপোর্ট প্রকাশ করবে৷ গ্রিসের ভবিষ্যৎ নিয়ে জার্মানিতে চলমান বিতর্ক প্রসঙ্গে ম্যার্কেল বলেন, ‘‘ইউরো এলাকার ঋণ সংকট মোকাবিলার ক্ষেত্রে আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে রয়েছি৷ তাই আমি মনে করি, অত্যন্ত সাবধানে, ভেবে-চিন্তে এ বিষয়ে কথা বলা উচিত৷ ইউরোপে আমাদের পরস্পরের প্রতি দায়িত্ব রয়েছে৷ ইউরোপ শুধু একক মুদ্রার এক ইউনিয়ন নয়, এর এক সাধারণ রাজনৈতিক পরিচয় রয়েছে, যা অনেক দশক ধরে শান্তি বজায় রেখেছে৷ গ্রিসে এই মুহূর্তে যে পরিবর্তনের প্রয়োজন, তার প্রতি বিশেষ নজর দিতে হবে৷ শুধু কথায় নয়, কাজের মাধ্যমে সেই পরিবর্তন আনতে হবে৷ কিন্তু যে কোনো মন্তব্য বহু দূরেও প্রভাব ফেলতে পারে৷ তাই আমার অনুরোধ হলো, সবার ভেবে চিন্তে কথা বলা উচিত৷''

Antonis Samaras Griechenland Athen
গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসছবি: dapd

ফ্রান্সে সরকার বদলের পর জার্মানির সঙ্গে কিছু মতপার্থক্য দেখা দিলেও সেসব কাটিয়ে দুই দেশের অর্থমন্ত্রীরা এবার ইউরো এলাকার ভবিষ্যতের স্বার্থে নিবিড় সহযোগিতার ঘোষণা করেছেন৷ সংকটের এই সময় নতুন এক কাঠামোর আওতায় দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে সমাধানসূত্র খোঁজার চেষ্টা করবেন৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে ও ফ্রান্সের অর্থমন্ত্রী পিয়ের মস্কোভিসি সোমবার বার্লিনে এক বৈঠকে এই ওয়ার্কিং গ্রুপ'এর ঘোষণা করেন৷ তাঁরা বলেন, অদূর ভবিষ্যতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, দ্বিপাক্ষিক স্তরে তার ভিত্তি তৈরি করাই এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য৷

এসবি / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য