ইরানে ভূমিকম্প – DW – 12.08.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে ভূমিকম্প

১২ আগস্ট ২০১২

ইরানে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে মৃতের সংখ্যা কমপক্ষে ২২৭ জন বলে জানা গেছে৷ এদিকে সেখানে এখন দুর্গত মানুষের সাহায্যে কাজ করছে উদ্ধারকর্মীরা৷ বহু মানুষ খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে৷

https://p.dw.com/p/15oN0
ছবি: Reuters

শনিবার ইরানের উত্তরাঞ্চলের তাবরিজ প্রদেশে ১১ মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় তাবরিজের ৬০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে, রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬.৪৷ এর ১১ মিনিট পর তাবরিজের ৪৯ কিলোমিটার উত্তর পূর্বের ভারজাঘান এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে৷ এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬.৩৷ ভূমিকম্পের আঘাত অনুভূত হয় পাশের আজারবাইরাজান এবং আর্মেনিয়াতেও৷ ভূমিকম্পের পর আফটার শক অন্তত ৪০ বার অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

এদিকে জোড়া ভূমিকম্পের আঘাতে আহার, ভারজাঘান এবং হারিস শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিশেষ করে আহার এবং ভারজাঘান শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ প্রথম দিকে নিহতের সংখ্যা আড়াইশ বলে জানানো হলেও পরে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ নাজার এর সংখ্যা ২২৭ জন বলে জানান৷ এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ১,৩০০ মানুষ৷

Zwei schwere Erdbeben haben am Samstag den Nordwesten des Irans erschüttert
এগার মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানেছবি: MEHR

এদিকে ভূমিকম্পের ফলে বহু মানুষ এখন খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে৷ অনেক গ্রাম ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে৷ ইরানি সংবাদ মাধ্যমের খবর, ১২টি গ্রাম পুরোপুরি এবং প্রায় ৬০ গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে৷ শতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে৷ স্থানীয় রেড ক্রিসেন্ট কর্মকর্তা হোসেইন দেরাখসান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সত্তরটির বেশি অ্যাম্বুলেন্স এবং পাঁচ হাজার তাবু দুর্গত এলাকাতে পাঠানো হয়েছে৷ এখন পর্যন্ত ১৬ হাজার মানুষকে জরুরি সাহায্য দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷ তবে ইরানি সংসদ সদস্য আব্বাস ফালাহি জানিয়েছেন, এখনও ১০ থেকে ২০টি গ্রামে কোন উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভারজাঘান এলাকায় বিদ্যুৎ, পানি ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷

এদিকে এই প্রাকৃতিক দুর্যোগের পর আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে সাহায্য পাঠানোর পাশাপাশি সমবেদনা জানানো হয়েছে৷ জার্মানির পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে এক চিঠিতে এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন৷ জার্মানি ইরানের সহায়তায় তাদের পাশে আছে বলে উল্লেখ করেন ভেস্টারভেলে৷

উল্লেখ্য, ইরানে মাঝে মধ্যেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে৷ বিগত ২০০৩ সালের বাম নগরীতে তেমনই এক ভূমিকম্পে ৩১ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলো৷

আরআই/জেডএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য