আমরি হাসপাতালে নিহতদের সম্মানে কলকাতায় স্মরণ মিছিল – DW – 12.12.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমরি হাসপাতালে নিহতদের সম্মানে কলকাতায় স্মরণ মিছিল

১২ ডিসেম্বর ২০১১

কলকাতার আমরি হাসপাতালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল কলকাতা৷ কৃতজ্ঞতা জানাল হাসপাতাল সংলগ্ন বস্তির বাসিন্দা সেইসব যুবকদের, যাঁরা নিজেদের জীবন বাজি রেখে উদ্ধারে হাত লাগিয়েছিলেন৷

https://p.dw.com/p/13R8n
আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত হন ৯১ ব্যক্তিছবি: AP

সোমবার যাদবপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশের এক কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানালেন আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত ৯১ জনের স্মৃতির উদ্দেশে৷ পরিস্থিতির সাহসী মোকাবিলায়, পুলিশ এবং দমকলের কর্মীদের পাশাপাশি, সরকারের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালেন আমরি হাসপাতালের লাগোয়া পঞ্চাননতলা বস্তির যুবকদের, যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও বিপন্ন মানুষের উদ্ধারে এগিয়ে এসেছিল৷ এদের মতো মোট ৫৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সরকারি অনুষ্ঠানে৷

Indien Kalkutta Brand in Pflegeheim
ছবি: AP

এদিন সন্ধ্যায় আরও একটি স্মরণ মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পথ হাঁটলেন মুখ্যমন্ত্রী৷ বিড়লা তারামন্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত ওই শোকমিছিলে দল-মত নির্বিশেষে নাগরিকরা অংশ নিয়েছিলেন৷ এ ছাড়া গত কাল থেকেই আমরি হাসপাতালের সামনে, শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানুষ৷

আমরির অগ্নিকাণ্ড প্রশাসনকে সচেতন করলেও কোটি কোটি টাকার ব্যবসা করে চলা বেসরকারি হাসপাতালগুলির যে টনক নড়েনি, তার প্রমাণও এদিন মিলল৷ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে এদিন হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তর, পুরসভা ও দমকলের কর্তারা৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন, আগুন লাগলে তা নেভানোর জন্য জল মজুত রাখার কোনও ব্যবস্থাই নেই ওই বিখ্যাত হাসপাতালে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক