সত্তর পূর্ণ করছেন ‘বিগ বি’ – DW – 10.10.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সত্তর পূর্ণ করছেন ‘বিগ বি’

১০ অক্টোবর ২০১২

১৯৪২ সালের ১১ই অক্টোবর পৃথিবীর আলো দেখেন অমিতাভ হরিবংশ বচ্চন৷ সত্তরের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ থেকে আশির ‘সুপারস্টার’, পরে রাজনীতিক থেকে নতুন সহস্রাব্দের ‘লেজেন্ড’৷ সেই অমিতাভ, সেই বিগ বি৷

https://p.dw.com/p/16NEQ
অমিতাভ হরিবংশ বচ্চন
ছবি: AP

অমিতাভের সত্তর৷ ভারতে তথা বিশ্বের মিডিয়াতে এটা একটা বড় খবর৷ গুগল করেও দেখার দরকার নেই৷ পুরস্কার, সম্মান, সাফল্য সারা জীবন ধরে কুড়োচ্ছেন৷ তাঁকে নিয়ে নতুন করে আর কিই বা বলা যেতে পারে৷

হয়ত কিছু খুচরো, ব্যক্তিগত স্মৃতিচারণ৷ মৃণাল সেনের আশ্চর্য ছবি ‘ভুবন সোম'-এ প্রথম অমিতাভের গলা শোনা৷ ‘আনন্দ'-এ তৎকালীন সুপারস্টার রাজেশ খান্নার বিপরীতে সেই ‘বাবুমশাই', চমকে দেবার মতো সংযত অভিনয়৷

‘গুড্ডি'-তে জয়া ভাদুড়ির সঙ্গে পরিচয়, তিয়াত্তরে বিয়ে, যে হিসেবে অমিতাভকে বাংলার জামাই বলা চলতে পারে! তার মধ্যেই - ১৯৭২ - ‘বম্বে টু গোয়া'-র ঢ্যাঙা, ল্যাগব্যাগে হিরো৷ তার পরেই, পঁচাত্তরে, ‘দিওয়ার' এবং ‘শোলে'৷ অর্থাৎ ‘মেরা পাস মা হ্যায়' কিংবা ‘ও তো খালি ড্রামা করতা হ্যায়'-এর মতো সংলাপ৷ ‘শোলে'-তে বিধবার ভূমিকায় জয়া ভাদুড়ির সঙ্গে অমিতাভের সেই অধরা প্রেম কি শুধু বাঙালিদেরই মুগ্ধ করেছে?

Amitabh Bachchan mit Frau Jaya Bachchan
স্ত্রী জয়া ভাদুড়ির সঙ্গে বিগ বি...ছবি: Strdel/AFP/Getty Images

আবার অমিতাভ মানেই হৈ-হুজ্জুতি, নাচ-গান, মারকাটারি দাঙ্গা-হাঙ্গামা৷ ‘অমর-আকবর-অ্যান্টনি'-র ‘মাই নেম ইজ অ্যান্টনি গনসালভেস' আর তার সঙ্গে ছাতা হাতে নাচ আজও মনে পড়ে৷ আরও মনে পড়ে, অমিতাভ এমনই একজন অভিনেতা যে, পাশে জয়া থেকে রাখি, রাখি থেকে রেখা অথাবা জীনত আমান, যেই থাকুন, কখনো বেমানান মনে হয়নি৷

তবে অমিতাভের সবচেয়ে বড় সম্পদ যে তাঁর কণ্ঠ - এমনকি প্লেব্যাক গানেও! - সেটা তাঁর অতি বড় শত্রুরাও স্বীকার করবে৷ সেই কণ্ঠও একটি বিশেষ সম্মান পেয়েছে: সত্যাজিৎ রায় তাঁর ১৯৭৭ সালে করা একমাত্র হিন্দি ছবি ‘শতরঞ্জ কি খিলাড়ি'-র ন্যারেটর বা নেপথ্য কথক হিসেবে অমিতাভকেই বেছে নেন৷

মিলেনিয়ামের পর বিগ বি'র কথা নতুন করে বলার কিছু নেই৷ কখনও ‘কন বনেগা ক্রোড়পতি', আবার কখনও ‘পা'-এর মতো ছবি - অমিতাভ সর্বোত্রই তাক লাগিয়েছেন৷ এরপরও অনেকের কিন্তু আজও মনে হয়, বলিউড সাম্রাজ্যের ভিত গড়ে দিতে গিয়ে অমিতাভকে একটা সম্পূর্ণ অন্য ধরণের ক্যারিয়ারের স্বপ্ন কিংবা সম্ভাবনা ছাড়তে হয়েছে৷ বিগ বি'র মধ্যে যে অতি উচ্চদরের একজন অভিনেতা ছিল, তাঁকে সেই ধরণের চিত্রনাট্য, নায়িকা এবং পরিচালক দিয়ে কোনো চিরন্তনী ক্ল্যাসিক ছবিতে ধরে রাখতে পারলে যেন বড় ভালো হতো৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান