‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ – DW – 04.12.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’

জাহিদুল হক৪ ডিসেম্বর ২০১২

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’৷ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই মেলার আয়োজন করেছে বিসিসি এবং একসেস টু ইনফরমেশন, এটুআই প্রকল্প৷

https://p.dw.com/p/16uyu
ছবি: Fotolia/bloomua

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পরামর্শক মুনির হাসান বলেন, বর্তমান সরকার চার বছর আগে ‘ডিজিটাল বাংলাদেশ' স্লোগান নিয়ে কাজ শুরু করে৷ এর আওতায় ইতিমধ্যে নানা সুবিধা চালু করেছে সরকার৷ ডিজিটাল ওয়ার্ল্ডে সেই বিষয়গুলো তুলে ধরা হবে৷

FLASH-GALERIE Solarbetriebene Computer in Bangladesch
বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার বাড়ছেছবি: Munir Hasan

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ মুক্ত পেশাজীবী হিসেবে কাজ করছেন৷ এভাবে তাঁরা বেশ ভালো টাকা আয় করছেন৷ আরও নতুন নতুন তরুণ যেন এই কাজে আগ্রহী হয় সে লক্ষ্যে ‘ফ্রিল্যান্সিং'-এর উপর দিনভর আলোচনার ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের নামকরা চারটি মার্কেটপ্লেস – ওডেস্ক, ফ্রিল্যান্সার ডটকম, ৯৯ডিজাইনস ডটকম এবং ইল্যান্স ডটকম – এর ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের কর্মকর্তারা৷ তাঁরা উপস্থিত তরুণদের ফ্রিল্যান্সিং সম্পর্কে নানা তথ্য দেবেন৷ এছাড়া যেসব তরুণ ইতিমধ্যে ফ্রিল্যান্সিং এ বেশ ভালো করছেন তাঁরাও মেলায় উপস্থিত হয়ে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবে বলে জানান মুনির হাসান৷

BM/041212/Interview with Munir Hassan (Digital World 2012) - MP3-Mono

এছাড়া বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের নিয়ে একটা জরিপের ফলাফলও মেলায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি৷ মুনির হাসান বলেন, জরিপে দেখা গেছে ফ্রিল্যান্সারদের বেশিরভাগেরই মাসিক আয় ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে৷ এছাড়া জরিপে উত্তরদাতাদের প্রায় ৪০ শতাংশই আগে কখনো চাকরি করেনি৷ অর্থাৎ তাঁরা প্রথমেই ফ্রিল্যান্সিং শুরু করেছেন৷

মেলায় সরকারের ২৮টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন তথ্যপ্রযুক্তিসেবা দেখানো হবে৷ ৬০টি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নেবে মেলায়৷ থাকবে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নিয়ে বিশেষ আয়োজন৷ বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য