বিশ্ব টয়লেট দিবসে জাতিসংঘের সতর্কবার্তা – DW – 19.11.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব টয়লেট দিবসে জাতিসংঘের সতর্কবার্তা

১৯ নভেম্বর ২০১৪

ইবোলার কবল থেকে বাঁচতে হলে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করাও জরুরি৷ বিশ্ব টয়লেট বা শৌচাগার দিবসে তাই বিশ্ববাসীর প্রতি খোলা জায়গায় শৌচকর্ম না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷

https://p.dw.com/p/1Dpb4
Welt Toiletten Tag world toilet day Toiletten Zeitung Menschen Sydney Australien
ছবি: picture-alliance/dpa

বিশ্বের প্রায় একশ কোটি মানুষ এখনো বনে-বাঁদাড়ে, নদী বা খালের তীরে, কিংবা রাস্তার পাশে শৌচকর্ম, অর্থাৎ মলত্যাগ বা পায়খানা করেন৷ আড়াই শ' কোটি মানুষের জন্য উন্নত শৌচাগারের ব্যবস্থা নেই৷ এর ফলে নানা ধরণের রোগ ছড়ায়৷ ইবোলা ছড়ানোতেও নাকি যেখানে-সেখানে মলত্যাগের অভ্যাস বেশ বড় ভূমিকা রাখছে৷

Toiletten Iran Toilette Welt Toiletten Tag
এ রকম অপরিষ্কার টয়লেট এখনও যত্রতত্র রয়েছে ভারত-বাংলাদেশেছবি: Mehr

ইবোলার প্রাদূর্ভাব দেখা দেয়া পশ্চিম আফ্রিকার দেশগুলোতে আগে থেকেই সবাইকে স্বাস্থ্যসম্মত উপায়ে মলত্যাগের পরামর্শ দেয়া হচ্ছিল৷ বুধবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, দেশবাসীকে ঘরের বাইরে মলত্যাগ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পর, খুব অল্প সময়ের মধ্যেই ‘ইবোলামুক্ত' হয়েছে নাইজরিয়া৷ আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়াতেই সবচেয়ে বেশি মানুষ খোলা আকাশের নীচে পায়খানা-প্রস্রাব করে৷ সে দেশের প্রায় ৩ কোটি ৯০ লক্ষ মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়৷ ইবোলা আক্রান্ত আরেক দেশ লাইবেরিয়ার অর্ধেক মানুষেরই ঘরে কোনো টয়লেট নেই৷

বিশ্বে মোট যত মানুষ ঘরের বাইরে মলত্যাগ করে তার প্রায় অর্ধেকই ভারতের৷ এরপরই আছে এশিয়ার অন্য চার দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল এবং চীন৷

যেখানে-সেখানে শৌচকর্ম করার কারণে নারী এবং শিশুরাই বেশি ভোগে৷ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জীবানুযুক্ত পানি পান করা এবং অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করার কারণে বিশ্বে প্রতি আড়াই মিনিটে একজন শিশু মারা যায়৷ জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিয়াসন জানান, বিশ্বের অনেক দেশে স্কুলে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ শৌচাগার না থাকায় নারী শিক্ষাও বিঘ্নিত হচ্ছে৷ এ কারণে অনেক পরিবার কন্যা সন্তানকে স্কুলে পাঠায় না৷ ঘরের বাইরে শৌচকর্ম করতে গিয়ে অসংখ্য নারী ধর্ষণের শিকার হন বলেও জানিয়েছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি৷

স্বয়ংসম্পূর্ণ টয়লেট দিয়ে মুশকিল আসান | অন্বেষণ

বিশ্ব টয়লেট দিবসে তাই বিশ্ববাসীর প্রতি খোলা জায়গায় শৌচকর্ম না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷ জাতিসংঘ গত বছর ১৩ নভেম্বরকে ‘বিশ্ব শৌচাগার দিবস' হিসেবে ঘোষণা করে৷ দিবসটি উপলক্ষ্যে বুধবার সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান