অনার্স বোর্ডে সাকিব, মুশফিক – DW – 13.01.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনার্স বোর্ডে সাকিব, মুশফিক

১৩ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে চলমান টেস্টটি হচ্ছে বেসিন রিজার্ভ মাঠে৷ ওয়েলিংটনের এই মাঠটিই নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো মাঠ৷ এছাড়া এটিই একমাত্র খেলার মাঠ, যা দেশটির জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে৷

https://p.dw.com/p/2VlWb
Bangladesh - Cricketspieler Shakib Al Hasan & Mushfiqur Rahim
দ্বিশতক করার পর সাকিবছবি: Getty Images/H. Hopkins

সেই মাঠেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়লেন সাকিব আর মুশফিক৷ তাঁদের পার্টনারশিপটি ছিল ৩৫৯ রানের৷

বেসিন রিজার্ভের নাম আরও একটি কারণে টাইগার সমর্থকদের মনে থাকবে৷ কারণ এই মাঠেই সাকিব ২১৭ রান করে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা ক্রিকেটারে পরিণত হয়েছেন৷ এর আগে সেই স্থানটি ছিল তামিমের (২০৬ রান)৷ এর বাইরে টেস্টে বাংলাদেশের আরেকটি দ্বিশতক আছে৷ সেটা মুশফিকের (২০০ রান)৷

টাইগারদের অন্তত দু'টি রেকর্ডের সাক্ষী বেসিন রিজার্ভ মাঠের অনার্স বোর্ডে নাম উঠেছে সাকিব আর মুশফিকের৷ এক টুইটে সেটি জানিয়েছে কর্তৃপক্ষ৷

এদিকে, প্রথম টেস্টে টাইগারদের, বিশেষ করে সাকিব আর মুশফিকের পারফরমেন্সের প্রশংসা করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও এতে যোগ দিয়েছে৷ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে সাকিবের দ্বিশতকের বিষয়টি উঠে এসেছে৷

সাকিব আর মুশফিক জুটির করা ৩৫৯ রান টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটে করা সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে আছে৷ আইসিসি তাদের টুইটে বিষয়টি উল্লেখ করেছে৷

সাকিব আর মুশফিকের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডও৷

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেন সাকিব৷ তাই তার পারফরমেন্সে খুশি কেকেআর পরিবার৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও সাকিব, মুশফিকের পারফরমেন্সে বেশ সন্তুষ্ট৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷